ঐতিহাসিক আগ্রা দুর্গ
ঐতিহাসিক আগ্রা দুর্গটি ভারতের আগ্রায় অবস্থিত। এর নান্দনিক সৌন্দর্য এখনও মানুষকে মুগ্ধ করে।
-
আগ্রা দুর্গ বা আগ্রার লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মোঘল রাজবংশের রাজকীয় আবাস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গটি ১৯৮২ সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর অর্ন্তভুক্ত। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তর প্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। ছবি : জাগো নিউজ
-
এটি দেখে বিশ্বের সব দেশের পর্যটকরা মুগ্ধ হয়ে যান। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গ দেখতে আসা পর্যটকদের ভিড়। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গ রাঙা বেলেপাথরের তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন ২.৫ কি.মি.। ছবি : জাগো নিউজ
-
বর্তমান দুর্গটির অধিকাংশই মোঘল আমলে নির্মিত হলেও এখানে ১১ শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। ছবি : জাগো নিউজ
-
১৪৭৫ সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে ইষ্টক নির্মিত একটি সামরিক দুর্গ। যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে ১০৮০ সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। ছবি : জাগো নিউজ
-
১৫২৬ সালে দিল্লী জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গের অপূর্ব নির্মাণ শৈলী দেখলে চোখ জুড়িয়ে যায়। ছবি : জাগো নিউজ
-
আগ্রা দুর্গের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখছেন পর্যটকরা। ছবি : জাগো নিউজ