চোখজুড়ানো দিল্লি জামে মসজিদ
ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ দিল্লি জামে মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে দিল্লির জামে মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে এই মসজিদটি তৈরি করেন। ছবি : জাগো নিউজ
-
সাধারণভাবে এই মসজিদটি জামে মসজিদ নামে পরিচিত। ছবি : জাগো নিউজ
-
ভারত ভ্রমণে এলে পর্যটকরা এই মসজিদটি দেখতে ভুল করেন না। এর নান্দনিক স্থপত্যশৈলী দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। ছবি : জাগো নিউজ
-
মসজিদটি তৈরিতে প্রায় ১০ লক্ষ রুপি ব্যয় হয় এবং বর্তমান উজবেকিস্তানের বুখারা নামক স্থানের একজন ইমাম মসজিদটি উদ্বোধন করেন। ছবি : জাগো নিউজ
-
জামে মসজিদের স্থাপত্যশৈলীর সাথে পাকিস্তানের লাহোরে অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক নির্মিত বাদশাহি মসজিদের বিশেষ মিল রয়েছে। ছবি : জাগো নিউজ
-
১৬৫৬ সালে সম্রাট শাহজাহানের আমন্ত্রণে বর্তমান উজবেকিস্তানের বুখারা নামক স্থান হতে আগত ইমাম বুখারী নামক জনৈক ইমাম মসজিদটি উদ্বোধন করেন। ছবি : জাগো নিউজ
-
মসজিদটি মূলত মসজিদ-ই জাহান-নুমা নামে পরিচিত ছিল, যার অর্থ ‘জগতের প্রতিবিম্ব মসজিদ’। ছবি : জাগো নিউজ
-
মসজিদ প্রাঙ্গণে এক সাথে প্রায় ২৫,০০০-এর অধিক মানুষ নামায আদায় করতে পারেন। ছবি : জাগো নিউজ