মনোমুগ্ধকর মানালি
ভারতের হিমাচল প্রদেশের একটি মনোমুগ্ধকর স্থান মানালি। বিশ্বের নানাপ্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা এখানে প্রতিদিন ঘুরতে আসেন।
-
মানালির অপরূপ দৃশ্য পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। ইচ্ছে হলে আপনিও মানালি ঘুরে আসতে পারেন। ছবি : জাগো নিউজ
-
ভারতে যতগুলো হিল স্টেশন আছে তার মধ্যে একটি হলো মানালি। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত মানালি। ছবি : জাগো নিউজ
-
সূর্যের আলোতে মানালির পাহাড়ি পথ হাসি ছড়াচ্ছে। ছবি : জাগো নিউজ
-
মানালিতে এলে মনে হবে প্রকৃতির এক অপার বিস্ময় আপনার জন্য অপেক্ষা করছে। ছবি : জাগো নিউজ
-
যারা পাহাড়-পর্বত আর নদী ভালোবাসেন, তাদের জন্য মানালিতে বেড়ানো একটি আদর্শ জায়গা হতে পারে। ছবি : জাগো নিউজ
-
হিন্দিতে মানালিকে বলা হয় ‘ধারতি কা সওয়ার্গ’ বা ‘পৃথিবীর স্বর্গ’। ছবি : জাগো নিউজ
-
মানালির কাছে এলে মনে হবে যেন কোনো এক স্বর্গে চলে এসেছি। ছবি : জাগো নিউজ
-
মানালির প্রাকৃতিক সৌন্দর্যে এতোটাই বিমোহিত হতে হয়, তখন ক্ষণিকের জন্য হারিয়ে যেতে ইচ্ছে করে। ছবি : জাগো নিউজ
-
মানালিতে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এখানে একবার এলে বার বার সেখানে ছুটে যেতে ইচ্ছে করবে। ছবি : জাগো নিউজ