১০৩ বছর পর খোঁজ মিলল বিশ্বযুদ্ধে হারানো সাবমেরিনের
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১০:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া সাবমেরিনের ১০৩ বছর পর সন্ধান মিলেছে। এবারের অ্যালবামে থাকছে এ সাবমেরিনের ছবি।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি অস্ট্রেলীয় সাবমেরিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। একশো বছর পর অবশেষে খোঁজ মিলল সেটির।
-
প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকেই ১৯১৪ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হয়ে যায় ‘রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি’র এই সাবমেরিনটি।
-
সাবমেরিনটি ‘এইচএমএএস এই-১’ নামেই নথিভুক্ত রয়েল অস্ট্রেলিয়ান নেভির রেকর্ডে।
-
১৯১৪ সালে পাপুয়া নিউগিনির রাবাউল থেকে ৩৫ জন অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ ক্রু-সহ নিখোঁজ হয়েছিল এই সাবমেরিনটি।
-
প্রশান্ত মহাসাগরে পাপুয়া নিউগিনির ডিউক অব ইয়র্ক দ্বীপের কাছে খোঁজ মিলেছে এই সাবমেরিনের।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট গভীরে প্রায় ২০ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর খোঁজ মেলে ১৬৪ ফুট লম্বা এই সাবমেরিনের।