বিশ্বের বিয়ের ব্যয়বহুল ১০টি ভেন্যু
বিরাট-আনুশকার বিয়ের ভেন্যু বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল ওয়েডিং ডেস্টিনেশন। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন ১০টি ব্যয়বহুল ভেন্যুগুলোর নাম।
-
বর্গ ফিনোচ্চিয়েতো : দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য তাস্কানির সেইনা প্রদেশের এই হলিডে ডেস্টিনেশন। এখানেই বিয়ের আসর বসেছিল বিরাট-আনুশকার। প্রতি সপ্তাহে এর ভাড়া প্রায় ১৪ লাখ ৭ হাজার ৩১২ ডলার।
-
হসেইন্ডা সান্টা ইনস : কোস্টারিকার তুরিআলবায় পাহাড় ও ভ্যালিতে ঘেরা ৩০০ একর জমির উপর রয়েছে এই হলিডে ডেস্টিনেশন। প্রায় ১৯ লাখ ২ হাজার ৫০০ ডলার এখানকার প্রতি সপ্তাহের ভাড়া।
-
বর্গ সান্তো পিয়েত্রো : ইতালির তাস্কানিতে রয়েছে এই ভিলা। ফোর্বসের তিন নম্বরে রয়েছে এর স্থান। এখন প্রতি সপ্তাহে এর ভাড়া প্রায় ১৪ লাখ ৬ হাজার ৯৪৪ ডলার।
-
চালেট এডেলউইশ : ফ্রান্সের এই সাততলা অভিজাত রিসোর্টটির প্রতি সপ্তাহের ভাড়া প্রায় ১৪ লাখ ৫ হাজার ডলার।
-
ভিলা রকস্টার : প্রতি সপ্তাহে এর ভাড়া প্রায় ১৪ লাখ ৫ হাজার ডলার। ফোর্বসের তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই রিসোর্ট। ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে এই ভিলাটি।
-
পালমাসোলা : মেক্সিকোর নীল সমুদ্র ছুঁয়ে রয়েছে বিলাসবহুল এই রিসোর্টকে। এক সপ্তাহ এখানে থাকতে খরচ পড়বে প্রায় ১৪ লাখ ডলার।
-
ভিলা মানজু : এখানে থাকতেও প্রতি সপ্তাহে খরচ পড়বে ১৪ লাখ ডলার। কোস্টা রিকার এই বিলাসবহুল রিসর্টে রয়েছে ৮টি ব্যক্তিগত সুইট।
-
ভিলা কাসানোভা : ইতালির তাস্কানির এই দুর্গটি অষ্টাদশ শতকের। পরে ৩৬০ একের উপর অবস্থিত এই ভিলাটিকে রেনোভেট করা হয়। ১৪টি ব্যক্তিগত সুইট ও টেনিস কোর্ট রয়েছে এই ভিলায়। প্রতি সপ্তাহে প্রায় ১১ লাখ ৬ হাজার ডলার ভাড়া এই ভিলার।
-
ড্রিম ক্যাচার : আমেরিকার উটার পার্ক সিটিতে রয়েছে ড্রিম ক্যাচার। ১৫০ বছরের পুরনো ১৭ হাজার বর্গফুটের এই ভিলাটি সম্পূর্ণ কাঠের তৈরি। খরচ সপ্তাহ পিছু প্রায় ১০ লাখ ডলার।
-
ভাইল কন্ডো পেন্টহাউজ : প্রতি সপ্তাহে এই রিসর্টের ভাড়া প্রায় ৯৮ হাজার ডলার। অপরূপ সুন্দর ভাইল পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এই রিসোর্টের বিলাসবহুল সুইট থেকে।