নির্জন দ্বীপে রহস্যময় প্রাচীন শহর
সমুদ্রের মাঝে নির্জন দ্বীপ, এমন ছবি হলিউড মুভিতে দেখা যায়। এবার বাস্তবেও সন্ধান পাওয়া গেল এমন একটি দ্বীপের।
-
সমুদ্রের মাঝের এই দ্বীপের নাম ‘নান মাদোল’। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশে অবস্থিত এই ছোট দ্বীপটি। পনফেই-এর বাসিন্দাদের কাছে এটি ‘ভূতুড়ে দ্বীপ’ হিসেবে পরিচিত।
-
‘নান মাদোল’ শব্দটির অর্থ হল, ‘মধ্যবর্তী স্থান’। দ্বীপে ৯৭টি পাথুরে ব্লকের মাঝ দিয়ে বয়ে গিয়েছে অনেকগুলো সরু খাল।
-
রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ১৬০০ মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে ২৫০০ মাইল দূরে অবস্থিত।
-
এই দ্বীপে ৯৭টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেয়াল ২৫ফুট লম্বা আর ১৭ ফুট চওড়া। কিন্তু মাঝ সমুদ্রে এমন একটি দ্বীপে কারা এই শহর তৈরি করলেন, সেই তথ্য আজও অজানা।
-
প্রত্নতাত্বিকদের মতে, ১১৮০ সাল নাগাদ ‘নান মাদোল’-এ পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল।