এক পাত্রে ৯১৮ কেজি খিচুড়ি রান্না করে বিশ্ব রেকর্ড!
প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৬ নভেম্বর ২০১৭
আপডেট: ১০:৫৬ এএম, ০৬ নভেম্বর ২০১৭
এক পাত্রে ৯১৮ কেজি খিচুড়ি রান্না করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে ভারত। এবারের অ্যালবামে থাকছে খিচুড়ি রান্নার ছবি।
-
ভারতের দিল্লির ইন্ডিয়া গেটের সামনে এই খিচুড়ি রান্না করা হয়। চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি।
-
ভারতের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুরের নেতৃত্বে রান্না করা হয় ৯১৮ কেজি খিচুড়ি।
-
৯১৮ কেজি খিচুড়ি রান্নার সময় সহযোগিতা করেন ভারতের যোগগুরু রামদেব।
-
১২০০ কেজি ওজনের একটি কড়াইতে রান্না করা হয় এই খিচুড়ি। চাল, ডাল, জোয়ার, বাজরা ও সবজি দিয়ে রান্না করা হয় এ খিচুড়ি।
-
এই রান্না করা খিচুড়ি ভারতে অক্ষয়পত্র ফাউন্ডেশনের অনাথ শিশু ও গুরুদ্বারে ৬০ হাজার মানুষের মঝে বিতরণ করা হয়।