সাগরতীরে চোখজুড়ানো মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৬ নভেম্বর ২০১৭
আপডেট: ০৭:৪০ এএম, ০৬ নভেম্বর ২০১৭
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কার বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ নিয়ে এবারের অ্যালবাম।
-
অপূর্ব স্থাপত্যশৈলীর মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদটি সে দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের ১৩তম বৃহত্তম। এটি দেখতে যেন আটলান্টিক মহাসাগরের বুকে চিড়ে গড়ে ওঠা এক সুন্দর স্থাপনা।
-
মসজিদটি সমুদ্র তীরবর্তী হওয়ায় দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হবে সাগরের ঢেউয়ের তালে তালে দুলছে মসজিদটি।
-
২২ একর জায়গার ওপর নির্মিত মসজিদটির এক তৃতীয়াংশই সাগরের তীর ঘেঁষে পানির ওপর নির্মিত।
-
মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান তার শাসনামলে ফরাসি স্থপতি পিনচিউ নকশায় বয়গিস কোম্পানির প্রকৌশলীদের দিয়ে এ মসজিদটি নির্মাণ করেন।
-
ডিজিটাল পদ্ধতিতে মসজিদের ছাদ খুলে যায় বিধায় এর ভেতরে আলো-বাতাস প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় মসজিদের ছাদ বন্ধ থাকে।