রোহিঙ্গাদের ফেলে আসা সেই সব ঘরবাড়ির দৃশ্য
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন আর ঘরবাড়িতে আগুন দিচ্ছে সেদেশের সেনাবাহিনী। লাখো রোহিঙ্গা প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এবারের অ্যালবামে থাকছে রোহিঙ্গাদের ফেলে আসা ঘরবাড়ির দৃশ্য।
-
রোহিঙ্গাদের ফেলে আসা জনপদ। কয়েকদিন আগে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুরোধে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের চিত্রধারণের জন্য কাঁটাতারের বেড়া পেরিয়ে মিয়ানমারে গিয়েছিলেন জাগো নিউজের আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
জনমানবহীন একটি বাড়ি। বাড়িটি দেখে মনে হচ্ছে চিরচেনা মানুষের জন্য শোকে নিস্তব্দ হয়ে আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখনও আতঙ্ক কাটছে না মিয়ানমারের সীমান্তর্তী গ্রামগুলোতে। এক মাসেও শেষ হয়নি সহিংসতা জ্বালাও-পোড়াও। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সবুজে ঘেরা মিয়ানমারের তুমব্রু সীমান্তের এই গ্রামটি। তবে এখানে একটি মানুষও চোখে পড়েনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দুয়েকটি বাড়িতে কয়েকজন মানুষের দেখা মিললেও তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। পালিয়ে বেড়াচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সব কিছু ফলে জীবন বাঁচাতে পালিয়েছে এই ঘরের রোহিঙ্গা পরিবারটি। প্রাণহীন ঘরটি যেন খাখা করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের এই ঘরটিতে আগুন দিয়েছে মিয়ানমারের নিষ্ঠুর নির্দয় সেনাবাহিনী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঘরে তালা মেরে প্রাণ নিয়ে পালিয়েছে এই বাড়ির রোহিঙ্গারা। এই ঘরের বাসিন্দারা হয়তো ফিরবে, হয়তো ফিরবে না কোনোদিন! ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
প্রাণের স্পন্দনে এক সময় এই বাড়িটি মুখর ছিলো। এখন দুয়েকজন ছাড়া আর কোনো মানুষ নেই বাড়িটিতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চোখজুড়ানো সবুজে সাজানো রোহিঙ্গাদের এই গ্রামটি। তবে এখন আর এ মাটিতে রোহিঙ্গাদের পদধুলি পড়ে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ