মাউন্ট এভারেস্টের অজানা কথা
মাউন্ট এভারেস্টের অনেক কথাই আমাদের জানা নেই। এই অজানা কথা নিয়ে আজকের অ্যালবাম।
-
এক গবেষণায় জানা গেছে, মাউন্ট এভারেস্টে এক ধরনের ক্ষুদ্র কালো রংয়ের মাকড়সা বাস করে। এ মাকড়সাগুলো প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় ঠান্ডায় জমে যাওয়া পোকামাকড় খেয়েই বেঁচে থাকে।
-
জর্জ এভারেস্ট নামের একজন অভিযাত্রী ১৮৪১ সালে মাউন্ট এভারেস্ট আবিষ্কার করেছিলেন। ১৮৩০ থেকে ১৮৪৩ পর্যন্ত তিনি ভারতের সার্ভেয়ার জেনারেল চাকরি করেন।
-
যে উচ্চতায় একটি জেট বিমান ওড়ে, এভারেস্ট শৃঙ্গের উচ্চতা তার থেকে সামান্য কম।
-
সবচেয়ে কম বয়সে যে এভারেস্ট জয় করেছে তার বয়স ১৩ বছর। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে যিনি এভারেস্ট করেছেন তার বয়স ৭৬ বছর।
-
এখন পর্যন্ত ২ হাজার সফল অভিযাত্রী এভারেস্ট জয় করতে পেরেছেন।
-
এখনও পর্যন্ত ৪ হাজার অভিযাত্রী এভারেস্ট জয় করার চেষ্টা করেছেন।
-
হিসেব কষে দেখা গেছে প্রত্যেক দশজন সফল এভারেস্ট শৃঙ্গজয়ীর মধ্যে একজনের মৃত্যু হয়।
-
তুষার ধসই মাউন্ট এভারেস্টে মৃত্যুর প্রধান কারণ।
-
মাউন্ট এভারেস্টে এখনও পর্যন্ত ২৩৫জনের মৃত্যু হয়েছে। যদিও সঠিক সংখ্যা নিয়ে নানা জনের নানা মত রয়েছে।
-
তিব্বতে মাউন্ট এভারেস্টকে ‘ছোমোলাংমা’ নামে ডাকা হয়। ‘ছোমোলাংমা’-এর অর্থ হচ্ছে ‘পৃথিবী’।