ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
ভারতের রাজনৈতিক ইতিহাসে আরও একজন রাষ্ট্রপতির নাম যুক্ত হয়েছে। এবারের অ্যালবামে থাকছে ভারতের নতুন রাষ্ট্রপতির উল্লেখযোগ্য কিছু ছবি।
-
ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রামনাথ কোবিন্দ। তিনি উত্তরপ্রদেশের প্রথম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
-
ভারতের কানপুরের দেহাতে জন্ম কোবিন্দের। তিনি পেশায় আইনজীবী হলেও, দলিত, মহিলা, পিছিয়ে পড়া মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ২০১৫ সালে বিহারের রাজ্যপাল হন কোবিন্দ। এবার তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
-
কোবিন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জয় পাওয়ায় টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
টুইটারে কোবিন্দের সঙ্গে ২০ বছরের পুরনো একটি ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সঙ্গে কোবিন্দ দম্পতি।
-
স্ত্রী সবিতার সঙ্গে রামনাথ কোবিন্দ। ভারতের নতুন এ রাষ্ট্রপতি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
মেয়ের সঙ্গে রামনাথ কোবিন্দ।
-
১৯৯০ সালে বিজেপিরর হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হন কোবিন্দ। সেবার তিনি পরাজিত হন। তবে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। এরপর দলীয় সংগঠনের কাজে যুক্ত হন তিনি।