বিশ্বের বিপজ্জনক ৭ রেলপথ
বিশ্বের কয়েকটি দেশে রয়েছে বেশকিছু বিপজ্জনক রেলপথ। এসব রেলপথের মধ্য থেকে ৭টি রেলপথের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
বার্মা রেলওয়ে, থাইল্যান্ড : বার্মা রেলওয়ে মৃত্যুফাঁদ বলেও পরিচিত। এই রেলওয়ে তৈরি করতে গিয়ে ১ লক্ষ ১০ হাজার মানুষের প্রাণ গিয়েছিল।
-
ভারতীয় রেল : সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভারতের মানুষ ট্রেনে যাতায়াত করেন। নানা এলাকায় দুর্গম রেলপথ রয়েছে এদেশে। এছাড়া প্রতিবছর ২৫ হাজার মানুষ ভারতে রেল দুর্ঘটনায় মারা যান।
-
নেপাল রেলওয়ে : পাহাড়ি দেশ নেপালে খুব ছোট হলেও রেলপথ রয়েছে। এবং দুর্গম পাহাড়ি এলাকায় রেল যাতায়াত অত্যন্ত ভয়ের সন্দেহ নেই। নেপালে মোট ৩৭ মাইল রাস্তায় রেলপথ রয়েছে। এবং দিনে ২টি করে ট্রিপ হয়।
-
ইকুয়েডর রেলওয়ে : দ্য নারিজ দেল দায়াবলো রেলপথ ইকুয়েডরে রয়েছে। এই রেলপথ অত্যন্ত দুর্গম। রেলপথ তৈরি করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারান। বিশ্বের ভয়ঙ্করতম রেলপথের মধ্যে এটি অন্যতম।
-
পাম্বান সেতু, ভারত : রামেশ্বরমে পাম্বান সেতু ৬৭৭৬ ফুট দীর্ঘ। সমুদ্রের উপরে তৈরি এই সেতু দিয়ে ভারতীয় রেল যাত্রা করে। ঘূর্ণিঝড় প্রবণ এই এলাকায় প্রচণ্ড জোরে বাতাস বয়। যার ফলে রেল চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
-
পিলাটাস রেলওয়ে, সুইজারল্যান্ড : বিশ্বের সবচেয়ে সরু কগহুইল রেলওয়ে রয়েছে সুইজারল্যান্ডে। পাহাড়ি দুর্গম এলাকায় এই রেলপথে যাত্রা করলে প্রাণ হাতে নিয়ে থাকতে হবে তাতে সন্দেহ নেই।
-
কুরান্দা রেলওয়ে, অস্ট্রেলিয়া : বিশ্বের সবচেয়ে দুর্গম রেলপথের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার এই কুরান্দা রেলওয়ে। নির্মাণকাজের সময়ে বহু মানুষের প্রাণ গিয়েছে।