বিশ্বের ভয়ঙ্কর ৭ সেতু
সেতু মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। দূরকে কাছে টেনে আনে সেতু। কিন্তু বিশ্বের কিছু কিছু দেশে রয়েছে ভয়ঙ্ক সেতু। এবারের অ্যালবামে থাকছে এসব সেতুর ছবি।
-
শ্রীলঙ্কায় রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেতু। এ সেতুর নাম ‘কোটমালে ফুট ব্রিজ’।
-
‘রোপ ব্রিজ ইন অ্যাস্টোর ভ্যালি’ নামের এই সেতুটি রয়েছে পাকিস্তানে। এটি দুই পাহাড়ের মাঝে দেয়া হয়েছে।
-
নর্দান আয়ারল্যান্ডে রয়েছে ‘কারিক আ রেডে রোপ ব্রিজ’ নামের একটি ভয়ঙ্কর সেতু। এটি পার হতে গিয়ে প্রতিবছর অনেক হতাহতের ঘটনা ঘটে।
-
‘থ্রিফ্ট ব্রিজ’ নামের এই সেতু সুইজারল্যান্ডে অবস্থিত। সেতুটি ভয়ঙ্কর জেনেও পর্যটকরা ভ্রমণে এলে এটি পার ভুল করে না।
-
ঘানায় রয়েছে ‘কাকুম ন্যাশনাল পার্ক ওয়াকওয়ে’ নামের এই সেতুটি। পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে এই সেতুটি চলে গেছে।
-
‘তামন নাগারা’ নামের এই সেতুটি মালয়েশিয়ায় অবস্থিত। এই সেতুটিও পাহাড়, বন-জঙ্গলের মধ্যে দিয়ে নির্মাণ করা হয়েছে।
-
‘ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ’ নামের এই সেতুটি কানাডায় অবস্থিত। ভয়ঙ্কর হলেও এই সেতুটি দেখতে অনেক সুন্দর।