দেশে দেশে পবিত্র মাহে রমজান
বছর ঘুরে আবারও এসেছে মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম মাস রমজান। পাঁচটি মুসলিম দেশের রমজানের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার তরুণরা দেশটির অন্যতম শহর সুরাবায়াতে রমজান মাসকে স্বাগত জানাতে র্যালি বের করে।
-
পাকিস্তানের লাহোরে ইফতারির জন্য খেজুর কিনছেন একজন। ইফতারে বিশ্বজুড়ে মুসলমানদের খাদ্যসামগ্রীর অন্যতম হলো খেজুর।
-
অন্যতম মুসলিম দেশে মিশর। সে দেশের রাজধানী কায়রোতে এক নারী রমজানের ঐতিহ্যবাহী আলোকবাতি ‘ফানুস’ কিনে নিয়ে যাচ্ছে।
-
মুসলমানদের শ্রেষ্ঠতম পূণ্যভূমি সৌদি আরবের জেদ্দায় ইফতারির জন্য খেজুর কিনছেন রোজাদাররা।
-
মুসলিম দেশ আফগানিস্তানের জালালাবাদে পবিত্র রমজানে শিক্ষার্থীরা কোরআন শরিফ তিলাওয়াত করছে।