লাল-সবুজের প্রেমে মজেছেন বিদেশিরা
ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের নানান দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের লাল-সবুজ পতাকার প্রেমে পড়েছে। তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে। ছবি তুলেছেন ফিনল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ইফতে খায়রুল রিয়াদ
-
বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রেমে পড়েছেন জাপানের শোদাই, ন্যাও মাসুদা, মোমোকো ও ক্যানা। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
জার্মান শিক্ষার্থী নাথালি মাথায় বেঁধে রেখেছেন বাংলাদেশের পতাকা। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
ভিয়েতনামের শিক্ষার্থী নুহ বাংলাদেশকে গভীরভাবে ভালোবাসেন, তা মিষ্টি হাসি দিয়েই বুঝিয়ে দিয়েছেন। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
বিং লিং নামের চায়নার এই শিক্ষার্থীর বাংলাদেশকে জানার বিষয়ে রয়েছে গভীর আগ্রহ। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
সার্বিয়ার মেয়ে সাইদা বাংলাদেশের লাল-সবুজ পতাকার ভীষণ প্রেমে পড়েছেন। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
ফ্রান্সেসকা, তিনি ইতালির শিক্ষার্থী। সবার দেখাদেখি তিনি লাল-সবুজের প্রেমে পড়েছেন। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
ট্রাইস্টান, তার বাড়ি ফ্রান্সে। বাংলাদেশেকে চিনতে জানতে গভীর আগ্রহ রয়েছে তার। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
জুলিয়ানা রাশিয়ার মেয়ে। তিনিও মাথায় বেঁধেছেন বাংলাদেশের পতাকা। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
কোরিয়ার শিক্ষার্থী সুন বাংলাদেশের পাতাকা মাথায় বাঁধতে পেরে খুবই উচ্ছ্বসিত। ছবি : ইফতে খায়রুল রিয়াদ
-
নেদারল্যান্ডের শিক্ষার্থী ফিবি বাংলাদেশের লাল-সবুজ পতাকার মাথায় বেঁধে ফটোশুটে অংশ নিয়েছেন। ছবি : ইফতে খায়রুল রিয়াদ