গভীর সমুদ্রের আজব প্রাণী
রাশিয়ার এক মাছ শিকারী গভীর সমুদ্রের কিছু আজব প্রাণী ধরেছেন। এ মাছ শিকারীর দাবি বরফে ঢাকা ব্যারেন্টস সাগর থেকে এ প্রাণীগুলো তিনি ধরেছেন।
-
রোমান ফেডোরর্টসভ নামে রাশিয়ার এক মাছ শিকারী এই মাছ শিকার করেছেন।
-
আজ প্রাণীর এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে রোমান ফেডোরর্টসভের প্রোফাইলে ফলোয়ার সংখ্যা অনেকে বেড়ে গিয়েছে।
-
এ ধরনের আজব প্রাণী দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
-
গভীর সাগরে এ রকমের আরো আজব আজব হাজারো প্রাণী রয়েছে বলে ধারণা করছে রোমান ফেডোরর্টসভ।
-
হাঙ্গরের মত হা করে আছে এই আজব প্রাণী।