অদ্ভুত চেহারার ৫ প্রাণি
অদ্ভুত চেহারার ৫ প্রাণির ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
অরেঞ্জ টরট্রাইস স্পাইডার : এই কচ্ছপটি দেখতে কমলা লেবুর মত। তাই হয়তো এর নাম দেওয়া হয়েছে অরেঞ্জ টরট্রাইস স্পাইডার।
-
মানট্রিস সিম্প : মনে হচ্ছে মানট্রিস সিম্প চোখে চশমা পরেছে। সেই সঙ্গে রঙিন পোশাকেও সেজেছে।
-
ব্ল্যাঙ্কেট অক্টোপাস : দেখে মনে হচ্ছে সোনালি রঙের কম্বল গায়ে জড়িয়ে রয়েছে অক্টোপাসটি।
-
বেয়ার গার্টেড গ্লস ফ্রগ : সবুজ পাতার রঙের ব্যাঙ। এদের শরীর এতটাই স্বচ্ছ যে দেহের সব কিছু বাহির থেকে দেখা যায়।
-
দ্য ব্লু ড্রাগন : এই ড্রাগন দেখলে মনে হবে প্লাস্টিকের তৈরি কোনো প্রাণি। আসলে এটি একটি অদ্ভুত চেহারার প্রাণি।