পবিত্র মক্কার হজের স্মৃতি বিজড়িত স্থানসমূহ
পবিত্র মক্কার হজের স্মৃতি বিজড়িত স্থানসমূহের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
হাতিমে কা’বা : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গমণের সময় যে স্থান থেকে বোরাকে উঠে ছিলেন।
-
মসজিদুল হারাম : কাবা শরীফ ও এর চার পাশের মাতাফ, মাতাফের ওপারে বিল্ডিং, বিল্ডিংয়ের ওপারে মারবেল পাথর বিছানো উন্মুক্ত চত্বরগুলো মিলে বর্তমান মসজিদুল হারাম গঠিত।
-
জমজম কুপ : পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুপম নিদর্শন আছে, তার মধ্যে মক্কা শরিফে অবস্থিত ‘জমজম কুপ’ অন্যতম। জমজম কুপ এখন বেজমেন্টের নিচে, চাইলেও তা দেখা সম্ভব নয়।
-
মাকামে ইবরাহিম : মক্কার আরেকটি নিদর্শনের নাম মাকামে ইবরাহিম। যা কাবা নির্মাণের সময় ইসমাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। পাথরটির ওপর দাঁড়িয়েই হজরত ইবরাহিম আলাইহিস সালাম কা’বা ঘর নির্মাণ করেন।
-
আরাফাতের ময়দান : নবনির্মিত মক্কার উত্তরে চতুর্দিক থেকে দুই কিলোমিটারের সুবিশাল প্রান্তর হচ্ছে আরাফাতের ময়দান। এই ময়দানেই ৯ জিলহজ্জ হাজিগণ অকুফে (অবস্থান) আরাফাহ করেন, যা হজের অন্যতম ফরজ বা রোকন।
-
মিনার ময়দান : মক্কার সামান্য দূরে অবস্থিত মিনা আরাফার মতোই আরেকটি বিশাল ময়দান। সাদা রঙের স্থায়ী তাবু দিয়ে সাজানো ময়দানটিকে দূর থেকে দেখলে মনে হয় গম্বুজ আর গম্বুজে সাজানো।
-
কংকর মারার স্থান : মিনায় স্থাপিত কংকর মারার স্থানে ১১ জিলহজ সকালে হাজিদেরকে মুজদালিফা থেকে ফিরে আসতে হয়।
-
জাবালে নূর তথা হেরা গুহা : ঐতিহাসিক আরেকটি স্থানের নাম গারে হেরা। ইসলামিক নিদর্শনের মধ্যে এটি অনন্য একটি স্থান। এখানে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্যান করতেন।
-
জান্নাতুল মুয়াল্লা : মাসজিদুল হারাম থেকে উত্তর দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে এই গোরস্থান। এখানে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাতা আমিনা, দাদা আব্দুল মোত্তালিব, চাচা আবু তালেব, পুত্র কাসেমসহ অনেক সাহাবির রওজা অবস্থিত।