নেপালের সুদৃশ্য কাঠমান্ডু কেন্দ্রীয় মসজিদ
নেপালের সুদৃশ্য কাঠমান্ডু কেন্দ্রীয় মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
জনসংখ্যার দিক থেকে মুসলিম সংখ্যা লঘু দেশ নেপাল। দেশটির মোট জনসংখ্যার শতকরা ৪.৪ মানুষ মুসলিম। দেশটির কেন্দ্রীয় মসজিদ রাজধানী কাঠমান্ডু রত্নাপার্ক সংলগ্ন।
-
সমগ্র নেপালে ৪৩০টি মসজিদ রয়েছে। এর মধ্যে কাঠমান্ডু কেন্দ্রীয় মসজিদটি অন্যতম।
-
মসজিদটি নেপালের রাজ প্রাসাদের উত্তর পশ্চিম দিকে এবং নেপালের সবচেয়ে বড় জনসভার মাঠের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত।
-
কাঠমান্ডু কেন্দ্রীয় মসজিদটিতে প্রতি শুক্রবার মুসল্লীদরা জুমআর নামাজ আদায় করেন।
-
মসজিদটির সঙ্গে তিনতলা বিশিষ্ট একটি মাদরাসাও রয়েছে। ৪তলা বিশিষ্ট মসজিদটির ভিতর অংশ অত্যাধুনিক কার্পেটে সুসজ্জিত।