ক্ষমতাধর ব্যক্তিদের বাহারি গাড়ি
বিশ্বের বর্তমান সময়ের ক্ষমতাবানদের বাহারি গাড়ির ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
প্রণব মুখার্জি : প্রণব মুখার্জি ভারতের ত্রয়োদশ তথা বর্তমান রাষ্ট্রপতি। ছয় দশকব্যাপী তার রাজনৈতিক জীবন। ভারতের এই রাষ্ট্রপতি ব্যবহার করেন মার্সিডিজ মেব্যাচ এস ৬০০ পুলম্যান গার্ড গাড়ি।
-
নরেন্দ্র মোদি : নরেন্দ্র মোদি ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী। তিনি বিএমডব্লিউ ৭৬০ এলআই হাই সিকিউরিটি মডেলের গাড়িটি ব্যবহার করেন।
-
ডোনাল্ড ট্রাম্প : ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি একজন ধণাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ব্যবহার করেন ক্যাডিল্যাক ওয়ান মডেলের গাড়ি।
-
শি জিংপিং : শি জিংপিং চীনের একজন উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে চীনের প্রেসিডেন্ট। তিনি ব্যবহার করেন হংকি এইচকিউই মডেলের গাড়ি।
-
ভ্লাদিমির পুতিন : ভ্লাদিমির পুতিন লেনিনগ্রাদে জন্মগ্রহণকারী রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম ক্ষমতাবান ব্যক্তিটি ব্যবহার করেন মার্সিডিজ বেঞ্জ, এস ক্লাস পুলম্যান গার্ড গাড়িটি।
-
দ্বিতীয় রানি এলিজাবেথ : দ্বিতীয় রানি এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রানি ও রাষ্ট্র প্রধান। তিনি ব্যবহার করেন বেন্টলে স্টেট লিমোজিন গাড়িটি।
-
থেরেসা মে : থেরেসা মে সাসেক্সের ইস্টবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী ব্রিটিশ প্রমিলা রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ব্যবহার করেন জাগুয়ার এক্সজে সেন্টিনেল গাড়ি।
-
অ্যাঞ্জেলা মার্কেল : অ্যাঞ্জেলা মার্কেল জার্মান চ্যান্সেলর। তিনি অডি এ৮এল সিকিউরিটি গাড়িটি ব্যবহার করেন।
-
পোপ ফ্রান্সিস : পোপ ফ্রান্সিস ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান রোমান ক্যাথলিক চার্চের প্রধান। তিনি মার্সিডিজ বেঞ্জ, এম ক্লাস গাড়িটি ব্যবহার করেন।
-
সিনজো আবে : সিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী। তিনি ব্যবহার করেন লেক্সাস এলএস৬০০০এইচ আর্মার্ড গাড়িটি।