বিশ্বসেরা ৫ দেশের আধুনিক শিক্ষাব্যবস্থা
প্রতিবছর ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ ‘গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট’ প্রকাশ করে। শিক্ষা সহ ১২টি বিষয় বিবেচনায় নিয়ে দেশগুলোর তালিকা তৈরি করে সংগঠনটি। এ থেকে ৫টি দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ফিনল্যান্ড, প্রথম : বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার এই দেশে শিক্ষার্থীদের খুব বেশি হোমওয়ার্ক করতে হয় না। ১৬ বছর বয়সে গিয়ে মাত্র একটি বাধ্যতামূলক পরীক্ষায় অংশ নিতে হয়।
-
সুইজারল্যান্ড, দ্বিতীয় : প্রাথমিক পর্যায়ের পর শিশুদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের স্কুলে পাঠানো হয়। অঞ্চলভেদে জার্মান, ফ্রেঞ্চ ও ইটালীয় ভাষায় শিক্ষা দেয়া হয়।
-
বেলজিয়াম, তৃতীয় : মাধ্যমিক পর্যায়ে চার ধরনের স্কুল আছে সাধারণ স্কুল, কারিগরি শিক্ষা বিষয়ক স্কুল, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আর্ট স্কুল।
-
সিঙ্গাপুর, চতুর্থ : বিজ্ঞান, রিডিং ও গণিত বিষয়ে বিভিন্ন দেশের ১৫ বছর বয়সি শিক্ষার্থীদের মান যাচাইয়ের পদ্ধতি হচ্ছে ‘পিসা’। এই তালিকায় সিঙ্গাপুরের শিক্ষার্থীরা সবসময় ভালো করে থাকে। তবে সে দেশে শিক্ষার্থীদের বেশ চাপে রাখা হয়।
-
নেদারল্যান্ডস, পঞ্চম : ২০১৩ সালে ইউনিসেফ-এর এক প্রতিবেদন বলছে, নেদারল্যান্ডসের শিশুরা সবচেয়ে বেশি সুখি জীবন কাটায়। মাধ্যমিক পর্যায়ের আগে স্কুলে শিশুদের কোনো বাড়ির কাজ দেয়া হয় না। তাছাড়া লেখাপড়া করতে শিশুদের উপর বেশি চাপ প্রয়োগ করা হয় না।