‘আজব’ গ্রামে রাস্তা নেই
নেদারল্যান্ডসের আমস্টারডামের ওভারিজসেল প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত গেদুর্ন গ্রামে কোনো রাস্তা নেই। নৌকাই হচ্ছে এখানের চলাচলের একমাত্র মাধ্যম।
-
নেদারল্যান্ডসের আমস্টারডামের ওভারিজসেল প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত গেদুর্ন গ্রামে ২৫০০ পরিবার বাস করে। তবে এখানে কোনো রাস্তা না থাকায় একে ‘আজব’ গ্রাম বলা হয়ে থাকে।
-
রাস্তাহীন এই গ্রামকে দেখতে প্রতিবছর কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসে।
-
গেদুর্ন গ্রামে কোনো রাস্তা না থাকায় জলপথই এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে নৌকা ছাড়া কোনও উপায় নেই। তবে গেদুর্ন গ্রামে প্রায় ১৮০টি সেতু রয়েছে।
-
চীনা পর্যটকদের কাছে গেদুর্ন গ্রাম বেশ জনপ্রিয়। প্রতিবছর দুই লক্ষ চীনা পর্যটক এ গ্রামে ঘুরতে আসেন ।
-
১৯৫৮ পর গেদুর্ন গ্রাম খুব জনপ্রিয় হয়ে ওঠে। ওলন্দাজ পরিচালক বার্ট হান্সত্রা এই গ্রামেই তাঁর বিখ্যাত ছবি ‘ফ্যানফেয়ার’-এর শ্যুটিং করেছিলেন।
-
গেদুর্ন গ্রামে মনোরম পরিবেশ ছাড়াও বেশ কিছু মিউজিয়াম রয়েছে। এইসব মিউজিয়ামে গেদুর্ন গ্রামের ১০০ বছরের ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য রয়েছে।
-
শীতকালে গেদুর্ন গ্রামে উৎসবে মেতে ওঠে। এর কোথাও চিত্র প্রর্দশনী, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও আবার মেলা বসে। তাই এই সময় পর্যটকের ভীড় লক্ষ করা যায়।
-
শীতকালে গেদুর্ন গ্রামে উৎসবে মেতে ওঠে। এর কোথাও চিত্র প্রর্দশনী, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও আবার মেলা বসে। তাই এই সময় পর্যটকের ভীড় লক্ষ করা যায়।