চীনের ১৩৯০ বছরের প্রাচীন মসজিদ
চীনের ১৩৯০ বছরের প্রাচীন ‘হুয়াইশেং মসজিদ’ নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
চীনের হুয়াইশেং মসজিদটি পৃথিবীর অতি প্রাচীন মসজিদগুলোর একটি।
-
৬২৭ হিজরি সনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হজরত সা’দ বিন আবি ওয়াক্কাস সর্বপ্রথম এ মসজিদটি নির্মাণ করেন।
-
এ মসজিদটি ‘লাইটহাউজ বা বাতিঘর মসজিদ’ নামেও পরিচিত। এটি চীনের গুয়াংযোর প্রধান মসজিদ।
-
‘হুয়াইশেং’ শব্দটির অর্থ হলো ‘জ্ঞানী লোককে স্মরণ’ আর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণে এ মসজিদটির নামকরণ করা হয় হুয়াইশেং মসজিদ।
-
চীনের তাং রাজ বংশের রাজত্বকালে এ মসজিদটি নির্মিত হয়।
-
১৩৯০ বছরের প্রাচীন এ মসজিদটি এখন পর্যন্ত অনেকবার সংস্করণ করা হয়েছে। ঐতিহাসিক এ মসজিদটি একাধিকবার সংস্কার করা হলেও এর নির্মাণে চীনের ঐতিহ্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রাখা হয়েছে।