বিশ্বসেরা ৮ ধনী
বিশ্বসেরা ৮ বিলিয়নিয়ারের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বিল গেটস : বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা। এছাড়া একাধারে ১৩ বছর ধরে তিনি ছিলেন পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি।
-
আমানসিও ওর্টেগা : ফ্যাশন হাউজ ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্টেগা গত বছর ৬৭ বিলিয়ন ডলার আয় করে আছেন বিল গেটসের পরেই।
-
ওয়ারেন বাফেট : বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োাগকারী হিসেবে বিবেচিত ওয়ারেন বাফেট গত বছর আয় করেছেন ৬০.৮ বিলিয়ন ডলার। এই আয়ের ফলে তার অবস্থান তালিকার তৃতীয় স্থানে।
-
কার্লোস স্লিম হেলু : মেক্সিকান টেলিকমিউনিকেশন ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু গত বছর ৫০ বিলিয়ন ডলার আয় করে চতুর্থ অবস্থানে রয়েছেন।
-
জেফ বেজোস : অ্যামাজন প্রধান জেফ বেজোস গত বছর ৬০.৮ বিলিয়ন ডলার আয় করেছেন। তিনি আছেন তালিকার ৫ম স্থানে।
-
মার্ক জাকারবার্গ : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই তালিকায় আছেন সবচেয়ে তরুণ হিসেবে। গত বছর তিনি আয় করেছেন ৪৪.৬ বিলিয়ন ডলার।
-
ল্যারি এলিসন : ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি এলিসন আছেন তালিকার সাত নম্বরে। তিনি গত বছর ৪৩.৬ বিলিয়ন ডলার আয় করে এই অবস্থানে আছেন।
-
মাইকেল বব্লুমবার্গ : নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও আছেন বিশ্বসেরা বিলিয়নিয়ারদের তালিকায়। গত বছর ৪০ বিলিয়ন ডলার আয় করে তিনি আছেন তালিকার অষ্টম স্থানে।