ভয়ঙ্কর ৭ ভৌতিক হোটেল
-
ভারতের হায়দ্রাবাদে অসস্থিত এ হোটেলের নাম ‘রামোজি ফিল্ম সিটি’ । নিজাম সুলতানের যুদ্ধক্ষেত্রের ওপরেই এখনকার রামোজি ফিল্ম সিটি তৈরি করা হয়েছে। যেখানে বেশিরভাগ বলিউড এবং দক্ষিণী ছবির শ্যুটিং করা হয়। বলা হয় রাত বাড়ার সঙ্গে ওই অঞ্চলে সৈনিকদের আত্মার উপদ্রব বাড়তে থাকে।
-
এই হোটেলটির নাম ‘মর্গান হাউজ ট্যুরিস্ট লজ’। হোটেলটি ভারতে পশ্চিমবঙ্গে অবস্থিত। প্রথমে এখানে জর্জ মর্গান নামে একজন ব্রিটিশ ভদ্রলোক বসবাস করতেন। তার স্ত্রী লেডি মর্গান মারা যাওয়ার পর তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রী মারা যাওয়ার আগে থেকেই ওই বাড়িতে অন্য কারোর উপস্থিতি অনুভব করা যেত। এমনকি এখনও সারা হোটেলে হাই হিল জুতো পরা কোনও মহিলার পায়ের শব্দ পাওয়া যায়।
-
এই হোটেলটির নাম ‘ব্রিজ রাজ ভবন প্যালেস’। এটি ভারতের রাজস্থানের কোটায় অবস্থিত। আজ থেকে ৪৮ বছর আগে এটি হোটেলে রূপান্তরিত করা হয়েছে। ব্রিটিশ সরকারের একজন কর্মী এই প্যালেসে ১৩ বছর ধরে বসবাস করতেন। ১৮৫৭ সালে তার পরিবার সহ তাকে খুন করা হয়। কোটার রানী তার অশরীরি আত্মাকে দেখতে পাওয়ার কথা স্বীকার করেছেন।
-
এই হোটেলটির নাম ‘রাজ কিরন হোটেল’। সুন্দর এই হোটেলটিকে ভারতের সব থেকে বড় ভৌতিক হোটেল হিসেবে অনেকেই দাবি করেন। হোটেলের রিশেসনের কর্নারে থাকা একটা ঘরকে ভূতুড়ে ঘর হিসেবে দাবি করে থাকেন। এটি ভারতের পুনেতে অবস্থিত।
-
এই হোটেলটির নাম ‘রাজ কিরন হোটেল’। সুন্দর এই হোটেলটিকে ভারতের সব থেকে বড় ভৌতিক হোটেল হিসেবে অনেকেই দাবি করেন। হোটেলের রিশেসনের কর্নারে থাকা একটা ঘরকে ভূতুড়ে ঘর হিসেবে দাবি করে থাকেন। এটি ভারতের পুনেতে অবস্থিত।
-
এ হোটেলটির নাম ‘হোটেল ফের্নহিলস প্যালেস’। এটি ১৮৪৪ সালে নির্মাণ করা হয়। বলিউড চলচ্চিত্র ‘রাজ’-এর শ্যুটিং চলাকালীন এই হোটেলে পুরো চলচ্চিত্রের টিম এখানে অবস্থান করে। একদিন রাতে এ চলচ্চিত্রের কোরিওগ্রাফার সরজ খান এবং বেশ কয়েকজন মানুষ শুনতে পান তাদের ওপরের তলায় জোরে চেয়ার সরানো হচ্ছে। কিন্তু রিসেপশনে ফোন করতে গেলে দেখেন ফোন ডেড।