মক্কা শরীফের সবচেয়ে সুন্দর ১০ স্থান
বিশ্বের সমগ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র নগরী মক্কা শরীফের সুন্দর ১০ স্থান নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
মসজিদ-আল হারাম হচ্ছে বিশ্বের সব থেকে বড় এবং সৌন্দর্য মণ্ডিত মসজিদ।
-
জাবাল-আল-নূর পবিত্র মক্কা নগরীর সন্নিকটে অবস্থিত। এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান।
-
মক্কা হল হচ্ছে পবিত্র মক্কা নগরীর আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি মার্কেট। এটি মসজিদ-আল হারামের সন্নিকটে অবস্থিত। এখানে বিশ্বের প্রায় সব নামিদামি ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়।
-
এটির নাম মসজিদ তানিম। পবিত্র কাবা শরীফ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি মসজিদ-ই-আয়শা নামেও পরিচিত।
-
এর নাম হচ্ছে তুর পাহাড়। কুরাইশ সম্প্রদায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাহাড়ের গুহায় হযরত মুহাম্মদ (স.) তিন দিন পালিয়ে ছিলেন। সে সময় এই গুহার সম্মুখে একটি গাছ জন্মেছিলো।
-
মক্কা শরীফের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান আরাফাত পর্বত। এই পর্বতের পাশের ময়দানে বসে মহানবি হযরত মুহম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
-
আল কিসওয়া ফ্যাক্টরি মক্কা শরীফের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। এই কিসওয়া ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় প্রায় ৭৫ বছর আগে বাদশা আবদুল আজিজের নির্দেশে। প্রতি বছরই এ ফ্যাক্টরিতে নতুন একটি কিসওয়া প্রস্তুত করা হয়।
-
নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মাকের্টটির নাম মক্কা অকশোন। এটির মসজিদ-আল হারামের কাছাকাছি অবস্থিত। এখানে সোনা, রুপাসহ বিভিন্ন মূল্যবান ধাতুর অলংকার পাওয়া যায়।
-
হেরা গুহা। এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। এই গুহায় বসে ইসলামের সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স.) ধ্যান করতেন। এখানেই প্রথম মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছে।
-
অপূর্ব সুন্দর মসজিদ আল জাইরাহ তায়েফ এবং মক্কার কাছাকাছি স্থানে অবস্থিত। ইসলাম প্রচারের সময় মহানবি হজরত মুহম্মদ (স.) এই মসজিদে নামাজ আদায় ও বিশ্রাম নিতেন।