রাজপরিবারের ৮ সুন্দরী
বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের ৮ সুন্দরী নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
জীবদ্দশায় বিতর্কের মধ্যমণি ছিলেন প্রিন্সেস অব ওয়েলস। লেডি ডায়ানা নামেই তিনি পরিচিতি ছিলেন। মাত্র ৩৬ বছর বয়সেই গাড়ি দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন। প্রিন্স অব ওয়েলসের প্রথম স্ত্রী ডায়ানার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজো শেষ হয়নি।
-
হলিউড মাতানোর পর মাত্র ২৬ বছরেই মোনাকোর প্রিন্স তৃতীয় রেইনারকে বিয়ে করেন অভিনেত্রী গ্রেস কেলি। খ্যাতির মধ্যগগনে থাকতে থাকতেই টিনসেল টাউন ছেড়ে বসবাস ফ্রান্সে শুরু করেন। অস্কার মনোনীত সুন্দরীর রূপে মোহিত হননি এমন সংখ্যা হাতেগোনা।
-
সৌদি আরবের রাজকুমারী আমিরা আল-তাউইল তার চোখধাঁধাঁনো রূপের সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজের জন্যও বিখ্যাত। তথাকথিত রক্ষণশীল সমাজের এই রূপসীর ঝুলিতে রয়েছে নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যামিনিস্ট্রেশনের ডিগ্রি।
-
ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন পেজ থ্রি-র নজরে থাকেন হামেশাই। তিনি ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ।
-
লেডি গ্যাব্রিয়েলা উইন্ডসর কেন্টের প্রিন্স মাইকেলের মেয়ে। শুধুমাত্র রূপেই নয় গুণেও তিনি মন কেড়েছেন। ইতিমধ্যেই ইংল্যান্ডের খ্যাতনামা ফিটার লেখক হিসেবে তিনি সুনাম লাভ করেছেন।
-
গভীর শান্ত চোখের সঙ্গে যোগ করুন মনভোলানো হাসি। ২৬ বছরের ভুটানের রানির জেতসুন পেমা ভিড়ের মধ্যেও সবার নজরে পড়েন। ভুটান ও ভারতে পড়াশোনার পর লন্ডনের রিজেন্ট কলেজ থেকে ইন্টারন্যাশনাল রিলেশন ও সাইকোলজি নিয়ে স্নাতক করেছেন।
-
৬৫ বসন্ত পার করেও সমান আকর্ষণীয় জর্ডানের রানি নুর। সমাজসেবামূলক কাজের জন্য পেয়েছেন উড্রো উইলসন অ্যাওয়ার্ড।
-
নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ডের একমাত্র মেয়ে রাজকুমারী মার্থা লুইস গøামারাস হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাশন সচেতন বটে। সার্টিফায়েট ফিজিওথেরাপিস্ট হওয়া সত্তে¡ও মন দিয়েছেন সঙ্গীতে। আপাতত বিনোদন জগতে জমিয়ে ব্যবসা করছেন তিনি।