বিশ্ব রাজনীতির মাঠে ৭ সুন্দরী
তারা শুধু সুন্দরীই নন। রাজনীতির মাঠেও তারা বিপুল জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনের ক্ষমতাধর ৭ সুন্দরী নিয়ে এই ফাটো গ্যলারি দেখুন।
-
ইভা পেরো : তার আসল নাম মারিয়া ইভা দুয়ারেট দি পেরো। তিনি আর্জেন্টিনার ফার্স্ট লেডি ছিলেন প্রেসিডেন্ট হুয়ান পেরোর স্ত্রী হওয়ার সুবাদে। এক পর্যায়ে তিনি রাষ্ট্রক্ষমতাও ভোগ করেছেন। তাকে নিয়ে নির্মিত হয়েছে বিখ্যাত মিউজিক্যাল ফিল্ম ‘ইভিটা’।
-
ইন্দিরা গান্ধী : এই সুন্দরী নারী এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তার রয়েছে সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার।
-
সারা লুইস পালিন : ১৯৬৪ সালে জন্ম নেওয়া এই সুন্দরী একাধারে মার্কিন রাজনীতিক, ভাষ্যকার ও লেখক। তিনি ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত আলাস্কার গভর্নর ছিলেন।
-
ওর্লি লেভি-আবেকাসিস : সুন্দরী এই নারী ইজরাইলের রাজনীতিক। তিনি মডেলিং থেকে রাজনীতির মাঠে এসেছেন।
-
সেথ্রিদা জিয়াজিয়া : ১৯৬৭ সালে জন্ম নেওয়া এই নারী ১৯৯৪ সালে লেবাননের ফোর্সেস পার্টিতে যোগ দেন।
-
হিলারি ক্লিন্টন : তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পত্নী। হিলারি সিনেটর হিসেবে ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত কাজ করেছেন।
-
আলিনা কাবেভা : রাশিয়ার সেলিব্রেটি রিদমিক জিমন্যাস্ট আলিনা একজন খ্যাতিমান রাজনীতিক। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত স্টেট ডুমা-ও ডেপুটি হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয় রাশিয়ান ‘ভোগ’, ‘মাক্সিম’ পত্রিকার কভার গার্লও হয়েছেন বেশ কয়েক বার।