বিশ্বের জনপ্রিয় ১০ চকলেট
বিশ্বের জনপ্রিয় ১০টি চকলেট নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ডেনমার্ক : জনপ্রিয়তার তালিকায় ড্যানিশ চকলেট দশম স্থানে থাকলেও চকলেট খাওয়ার ব্যাপারে বিশ্বে ড্যানিশদের প্রতিযোগী মেলা বেশ কঠিন ব্যাপার। নারকেল ভরা বাউন্টি ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় চকলেট।
-
ইতালি : এ দেশেই প্রথম সলিড চকোলেট বার তৈরি করা হয়। আমেদেই, ভেনশি, পারগুইনা সুতি ও ফেরেরো রোশার নামের চকলেটগুলো খুবই জনপ্রিয়। চকলেটের জনপ্রিয়তায় এ দেশ নবম স্থানে রয়েছে।
-
ব্রিটেন : ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে কোকো বিনস নামের চকলেট এসে পৌঁছেছিল ব্রিটেনে। বিশ্বের চতুর্থ বৃহত্তম চকলেট উৎপাদনকারী দেশ হিসেবে ব্রিটেনের নাম রয়েছে।
-
ফ্রান্স : চকলেটের মধ্যে ভর্তি লিকার আর বিশেষ ধরনের কোকোর স্বাদ ফরাসি চকলেটকে জনপ্রিয় করেছে। জনপ্রিয়তার তালিকায় সপ্তম স্থানে রয়েছে ফ্রান্সের চকলেট।
-
জার্মানি : বিশ্বের দ্বিতীয় চকলেট উৎপাদনকারী দেশ হিসেবে জার্মানি ষষ্ঠ স্থানে রয়েছে। রিটার স্পোর্ট, মিলকা, সারোটি, অ্যালপিয়া অ্যান্ড কাইন্ডার শোকোলাদ সবচেয়ে জনপ্রিয় জার্মান চকলেট ব্র্যান্ড।
-
স্পেন : ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনেই শুরু হয় চকলেট খাওয়া। জনপ্রিয়তায় পঞ্চম স্থানে থাকা স্প্যানিশ চকলেটের সেরা ব্র্যান্ডগুলো হল ভ্যালোর, ট্রিমা, টোরাস।
-
মেক্সিকো : চকলেটের জনপ্রিয়তার তালিকায় এই দেশ চতুর্থ স্থানে রয়েছে। ইবাররা, রিকোইনো, কার্লোস বি চকলেট সারা বিশ্বে জনপ্রিয়।
-
সুইজারল্যান্ড : সারা বিশ্বে জনপ্রিয়তায় তৃতীয় স্থানে রয়েছে সুইস চকলেট। টবলেরন, সুইস আর্মি, কেলার নেসলে জনপ্রিয় সুইস চকলেট ব্র্যান্ড।
-
বেলজিয়াম : বেলজিয়ামের চকলেট জনপ্রিয়তায় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নির্ভানা, গোদিভা, নেউহাস, ফ্লোরেন সবচেয়ে জনপ্রিয় বেলজিয়ান চকলেট ব্র্যান্ড।
-
আমেরিকা : আমেরিকায় সবচেয়ে বেশি চকলেট তৈরি হয়। শুধু নিউইয়র্ক সিটিতেই রয়েছে কয়েক হাজার চকলেটের দোকান। হার্শে, স্নিকারস, টুইক্স, মিল্কি ওয়ে নামের চকলেট সারা বিশ্বে জনপ্রিয়।