সুন্দর ও পরিচ্ছন্ন দেশ সিঙ্গাপুর
অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত সিঙ্গাপুর। দেশটির কোথাও ময়লা-আবর্জনা তো দূরের কথা বালু-কণাও চোখে পড়বে না আপনার।
-
একটি দেশ যে এত উন্নত ও পরিপাটি, তা সিঙ্গাপুর না গেলে বুঝতে পারবেন না। এই দেশে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখা আছে, সেখানেই ময়লা ফেলা হয়। ছবি: এম মাঈন উদ্দিন
-
৫০ বছর আগেও সিঙ্গাপুর এত উন্নত ছিল না। অথচ এখন এটি বিশ্বের উন্নত দেশগুলোর একটি। জানলে আরও অবাক হবেন, ছোট্ট এই সিঙ্গাপুরে চাষযোগ্য জমি নেই বললেই চলে। ছবি: এম মাঈন উদ্দিন
-
মাত্র ১০ শতাংশ খাদ্যপণ্য দেশে উৎপাদিত হয়, বাকিটা আমদানি করতে হয়। তারপরেও মাত্র ৫০ বছরে বিশ্বের অন্যতম সবুজ ও পরিষ্কার শহরে রূপান্তরিত হয়েছে সিঙ্গাপুর। ছবি: এম মাঈন উদ্দিন
-
১৯৬০ সালের দিকে সিঙ্গাপুর ছিল কর্দমাক্ত নদী, দূষিত খাল ও বর্জ্য পানির অনিয়ন্ত্রিত প্রবাহসহ একটি উন্নয়নশীল দেশ। শহরের অনেক অংশে ছিল বস্তি। ছবি: এম মাঈন উদ্দিন
-
দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ব্যাপকভাবে সবুজায়নকে সমর্থন করেন। তিনি সিঙ্গাপুরকে একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্যান নগরীতে পরিণত করার পরিকল্পনা প্রণয়ন করেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
তা ছাড়া সিঙ্গাপুর একটি ছোট দ্বীপ হওয়ায় সেখানে প্রাকৃতিক সম্পদেরও অভাব ছিল। কেন্দ্রীয় সরকার সম্পদগুলোকে দক্ষতার সঙ্গে ব্যবহার করার জন্য একটি পরিকল্পনা ও ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করে। ছবি: এম মাঈন উদ্দিন