ঠিক যেন স্বপ্নপুরি মালয়েশিয়ার গেনটিং হাইল্যান্ড
‘গেনটিং হাইল্যান্ড’ মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাংএর দর্শনীয় স্থান, যেখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির। সেই মেলবন্ধনের সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন পৃথিবীর হাজারো ভ্রমণপিপাসু মানুষ আসেন গেনটিং হাইল্যান্ডে। ছবি: এম মাঈন উদ্দিন
-
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ফুট উঁচু পর্যটন স্পট গেনটিং হাইল্যান্ড।
-
ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল। পাহাড়ের চূড়ায় নানা আকার ও বর্ণের দালান, যেন আকাশ ছুঁয়েছে অট্টালিকাগুলো।
-
কখনও ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনও বা মেঘ সরিয়ে ছুটে চলেছে ক্যাবল কার। সবুজে আচ্ছাদিত পাহাড়ে সৌন্দর্যের রোমাঞ্চে চোখ জুড়িয়ে যায়। তবে ছবির মতো সুন্দর এ দৃশ্য দেখতে নিচে তাকালে ভয় ধরিয়ে দেয়।
-
মেঘে ঢাকা পাহাড়ের সবুজ বন তখন শুধু ভৌতিক সিনেমার অন্ধকার জগত মনে হয়। তবে ক্যাবল কারে চড়া খুবই রোমাঞ্চকর।
-
ক্যাবল কারে মেঘের রাজ্য গ্যান্টিং হাইল্যান্ডে ভ্রমণসহ বাসে আসা-যাওয়া, টিকিট সংগ্রহের সময়, ফিরে আসার সময় আগে থেকে ঠিক করে নিতে হয়।
-
রেস্টুরেন্ট, ক্যাসিনো, শপিং মল,কিডস ওয়ার্ল্ড, কফি শপসহ অভাব নেই কোনো কিছুরই। পাহাড়ের এ স্বপ্নপুরি ২৪ ঘণ্টা মুখরিত থাকে পর্যটকদের আনাগোনায়।
-
মালয়েশিয়ার তপ্ত আবহাওয়া থেকে ক্লান্ত ভ্রমণপ্রিয় মানুষ ছুটে আসে এখানে প্রশান্তির আশায়। স্বল্প খরচে নৈসর্গিক সৌন্দর্যে কাটানো সময়টুকু দারুণ উপভোগ করেন তারা।