অস্ট্রেলিয়ানা পাইওনিয়ার ভিলেজ
বর্তমান ইন্টারনেটের যুগে গ্রাম অনেকটাই দুর্লভ। কেননা এখন গ্রামেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এমন একটা সময় ছিল যখন রুটি বাড়িতে তৈরি করা হতো। দুধ পাওয়া যেত সরাসরি গরুর কাছ থেকে। আর কথাবার্তা হতো কেবল সামনাসামনি। কিন্তু এখন সেটা স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য যেতে পারেন অস্ট্রেলিয়ানা পাইওনিয়ার ভিলেজে। চলুন ছবিতে দেখে নেওয়া যাক গ্রামের কিছু সুন্দর দৃশ্য...
-
নদীর পাড়ের ছিমছাম বাড়ি। ছবি: মো. ইয়াকুব আলী
-
ভিলেজের পাশের বাগান বিলাস। ছবি: মো. ইয়াকুব আলী
-
শান্ত হকসবুরি নদী। ছবি: মো. ইয়াকুব আলী
-
আগেকার সময় এভাবেই বিচার করা হতো। ছবি: মো. ইয়াকুব আলী
-
আগে কেউ কোনো অপরাধ করলে তাকে এখানে সাজা দেওয়া হতো। ছবি: মো. ইয়াকুব আলী
-
বাজনাদার। ছবি: মো. ইয়াকুব আলী
-
শার্লক হোমস। ছবি: মো. ইয়াকুব আলী
-
পুরোনো আমলের চাপকল। ছবি: মো. ইয়াকুব আলী
-
আগেরকার সময়ের সাইকেল। ছবি: মো. ইয়াকুব আলী
-
সিনেমা হল। ছবি: মো. ইয়াকুব আলী
-
পুরোনো দিনের ছাগলের ঘর। ছবি: মো. ইয়াকুব আলী
-
বাষ্প চালিত রেলগাড়ি। ছবি: মো. ইয়াকুব আলী
-
রাইডের টিকেট কাউন্টার। ছবি: মো. ইয়াকুব আলী
-
কাঠের আসবাব-পত্রের দোকান। ছবি: মো. ইয়াকুব আলী