বিচ্ছেদের ১০ বছর পর মা-বাবার বিয়ে দিলেন সন্তানরা
বাবা-মায়ের বিচ্ছেদের পর দুই মেয়ের প্রচেষ্টায় আবারও এক হন তারা। ষাটের দশকে এমনই গল্পে ‘পেরেন্ট ট্র্যাপ’ নামে ইংরেজি ভাষার একটি ছবি মুক্তি পেয়েছিল। তবে পর্দার এ ঘটনা এবার বাস্তবেও ঘটেছে।
-
২০২০ সালে যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের সিনসিনাটি এলাকায় এমনই এক ঘটনা ঘটেছে। মহামারি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নির্দিষ্ট এলাকায় তৈরি করা হয়েছিল সুরক্ষা বলয়। সেখানেই ঠাঁই পান বিবাহবিচ্ছিন্ন দুই প্রবীণ জুলি শোর ও স্কট গেইড। ছবি: সংগৃহীত
-
জুলি ও স্কট দুজনের বয়সই ৫০ এর বেশি। ১৯৯৭ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের ১৭ বছরের সংসারে রয়েছে রাচেল এবং ক্যারোলিন নামে দুই মেয়ে।২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ছবি: সংগৃহীত
-
বিচ্ছেদের ছয় বছর পর আবার একসঙ্গে থাকতে শুরু করেন জুলি-স্কট। করোনার সময় সুরক্ষা বলয়ে একসঙ্গে থাকার ফলে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। ছবি: সংগৃহীত
-
টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাদের মেয়ে রাচেল (২৪) বলেন, আমাদের বাড়িতে সব সময় অশান্তি লেগে থাকত। বাবা-মা যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তখন আমরা সবাই ভেবেছিলাম যে এটাই ঠিক সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত
-
২০২০ সালের শেষের দিকে আমি লক্ষ করি যে বাবা-মা দুজনে একসঙ্গে ভালো রয়েছেন। আমাদের জন্য ভাল থাকার নাটক করছেন না। তারা সত্যিই একে অপরের সঙ্গে ভালো রয়েছেন। ছবি: সংগৃহীত
-
অন্যদিকে জুলি বলেন, স্কটের সঙ্গে যতটুকু সময় কাটাতাম ততটুকু সময় আমি বেশ হাসিখুশি থাকতাম। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম স্কট ছাড়া দুনিয়ায় এমন কেউ নেই যে আমায় এতটা সুখী রাখতে পারে। ছবি: সংগৃহীত
-
জুলি জানান, করোনার সময় স্কট তার দুই প্রিয়জনকে হারিয়েছিলেন। তখন স্কটের সঙ্গে সবসময় তিনি ছিলেন। স্কটের সঙ্গে সময় কাটানোর পর জুলি বুঝতে পারেন যে প্রাক্তন স্বামীর প্রতি তার অনুভূতি ফিরেছে। ছবি: সংগৃহীত
-
জুলি বলেন, অতীতের সব কিছু যেন নিমেষের মধ্যে কোথায় হারিয়ে গেলো। বুঝতে পারলাম পরিবারের আগে আর কোনো কিছু আসতে পারে না। আমাদের চার জনের যে আবার একসঙ্গে থাকা প্রয়োজন তা-ও বুঝলাম।’ ছবি: সংগৃহীত
-
স্কট বলেন, আমি এবং জুলি একসঙ্গে থাকা শুরু করলে আমাদের দুই মেয়ে একেবারে নাছোড়াবান্দা হয়ে গিয়েছিল। আমি যেন জুলিকে প্রেম নিবেদন করি, সে কথা বার বার আমাকে বলত রাচেল এবং ক্যারোলিন। ছবি: সংগৃহীত
-
পরে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের উপস্থিতিতে দ্বিতীয় বার বিয়ে করেন তারা। ছবি: সংগৃহীত
-
জুলি ও স্কটের বিয়ের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাচেল লেখেন, যুদ্ধ অবশেষে শেষ হল। আমাদের বাবা-মায়ের আবার বিয়ে হল। আমরা আর বিবাহবিচ্ছিন্নদের সন্তান নই। ছবি: সংগৃহীত