চীনের দৃষ্টিনন্দন গ্রাম ইয়াংলিং
চীনের একটি দৃষ্টিনন্দন গ্রাম হচ্ছে ইয়াংলিং। সেখানে চাষ হচ্ছে ফুল ও ভেষজ। যার মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন গ্রামের অধিবাসীরা। দেখুন ছবিতে-
-
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নিংসিয়া হুই। এ অঞ্চলের কুইয়ুয়ান সিটির ইয়াংলিং গ্রাম। ইয়াংলিং গ্রামের অধিবাসীরা তাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেছে নিয়েছে নতুন ধরনের ব্যবস্থা। ছবি: সংগৃহীত
-
এই গ্রামে সাম্প্রতিক বছরগুলোতে ৫০০ মু (৩৩.৩৩ হেক্টর) জমিতে পিওনি এবং ক্রিসেনথিমামসহ বিভিন্ন ফুল ও ভেষজের চাষ হচ্ছে। ফলে বৃদ্ধি পেয়েছে স্থানীয় অধিবাসীদের আয়। ছবি: সংগৃহীত
-
ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতিতে যেসব ভেষজ প্রয়োজন হয়; সেসব ভেষজ উদ্ভিদের চাষ হয় এখানে। পিওনি এবং ক্রিসেনথিমাম ফুল এই ভেষজের মধ্যে রয়েছে। ছবি: সংগৃহীত
-
ফুল বাগানকে ব্যবহার করে পর্যটনশিল্পের বিকাশও ঘটাচ্ছে এ গ্রাম। ইয়াংলিং গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এখানকার ফুল বাগানের শোভা ও লোকজ ঐতিহ্য উপভোগ করতে এখানে অনেক পর্যটক আসেন। ছবি: সংগৃহীত
-
তারা ছোট ছোট তাঁবুতেও বাস করেন। ফুলের সঙ্গে ছবি তুলতে স্থানীয় পর্যটকরা আসেন। সেই সঙ্গে নিজের হাতে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দ, স্থানীয় খাবার, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগও করেন। ছবি: সংগৃহীত
-