দুর্নীতিতে শীর্ষে দশটি দেশ
বিশ্বের অনেক দেশেই দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলা যায়।
-
সোমালিয়া : নানা রকমের সমস্যায় নিমজ্জিত সোমালিয়া বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্থ দেশ। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, এদেশের মাত্র ২৯ শতাংশ ছেলে-মেয়ে স্কুলে যেতে পারছে।
-
উত্তর কোরিয়া : দুর্নীতির পাশাপাশি এই দেশটিতে বিদ্যুতের সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। জানা গেছে দুর্নীতির কারণেই দেশটিতে বিদ্যুৎ সেক্টরের বেহাল অবস্থা হয়েছে। এছাড়াও এখানে খাদ্য সঙ্কটও বড় সমস্যা হিসেবে চিহ্নিত।
-
সুদান : দুর্নীতিগ্রস্থ এই দেশটিতে বহু বছর ধরেই জঙ্গিগোষ্ঠীর পরস্পর বিরোধী লড়াই চলছে। এর ফলে দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদেশে ৬৪.১ শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে রয়েছে।
-
আফগানিস্তান : জঙ্গিদের আশ্রয়স্থল হিসেবে আফগানিস্তানের নাম যেমন আলোচনার শীর্ষে রয়েছে তেমনি দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবেও এটি স্থান করে নিয়েছে। দুর্নীতির ফলে এ দেশের সব ধরনের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।
-
দক্ষিণ সুদান : ২০১১ সালে সুদানের থেকে সরকারিভাবে স্বাধীনতা লাভের পর থেকেই দুর্নীতির তালিকায় নাম তুলেছে দক্ষিণ সুদান।
-
ইরাক : শিয়া-সুন্নিদের মধ্যে লড়াই এবং সঙ্গে আইএস-এর যুগলবন্দী রয়েছে এই দেশটির। ইরাকের অর্থনৈতিক সমৃদ্ধি থাকলেও দুর্নীতির তালিকায়ও ইরাক স্থান করে নিয়েছে।
-
তুর্কমেনিস্তান : দীর্ঘদিন ধরেই এই দেশটি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রয়েছে।
-
উজবেকিস্তান : এক কথায় বলতে গেলে এই দেশটিতে দুর্নীতি অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিশ্বের যে সব দেশগুলোতে সবচেয়ে কম মানুষ ভ্রমণে আসে তাদের মধ্যে অন্যতম উজবেকিস্তান।
-
লিবিয়া : গত কয়েক বছর ধরেই লিবিয়ায় রাজনৈতিক টালমাটাল অবস্থা বিরাজমান। এর পাশাপাশি এদেশে দুর্নীতিও বাসা বেঁধেছে।
-
ইরিট্রিয়া : এদেশের নামটি অনেকের কাছে অপরিচিত হলেও এটি দুর্নীতিপরায়ণদের স্বর্গরাজ্যে হয়ে উঠেছে বলে পরিচিতি লাভ করতে শুরু করেছে।