বিশ্বের যেসব সেতু দেখে আঁতকে ওঠে মন
পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জিনিস আছে যা দেখলে উপভোগের পাশাপাশি আঁতকে উঠবেন আপনিও। তার মধ্যে একটি হচ্ছে সেতু। যে সেতুগুলো দেখতে ভিড় করেন হাজারো মানুষ তবে পারাপারের সাহস করেন না কেউ। তবে অ্যাডভেঞ্চারপ্রেমীরা এ ধরনের সেতু পার হওয়ার চ্যালেঞ্জ নিয়ে থাকেন।
-
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর মধ্যে সুইজারল্যান্ডের ট্রিফট ব্রিজ অন্যতম। এই সেতুর উচ্চতা প্রায় ১০০ মিটার ও দৈর্ঘ্য ১৭০ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজ থেকে হিমবাহকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এটি বিশ্বের দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি। ছবি: উইকিপিডিয়া
-
ক্যারিক-এ-রেড রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ডে নির্মিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এই সেতু ২০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উপরে। সেতুটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। বছরের যে কোনো সময় ফি ছাড়াই এই সেতুতে উঠা যায়। ছবি: সংগৃহীত
-
হোসাইনি ঝুলন্ত সেতুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয়। এই সেতু পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে দুই হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। হুনজা নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা এই সেতু নির্মাণ করেছেন নিজ উদ্যোগে। সেতুটি দুই পাড়ের গ্রামের বাসিন্দাদের যোগাযোগের কাজ করে। এই ঝুলন্ত সেতু দুর্বলচিত্তের মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়। ছবি: সংগৃহীত
-
১০০ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত সিদু নদীর সেতু বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করেছে। ইস্পাত দিয়ে তৈরি এ সেতুটি ৪৩ মিলিয়ন টনেরও বেশি ওজন তুলতে পারে। এটি বিশ্বের সব ধরনের সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ছবি: সংগৃহীত
-
মালয়েশিয়ার ল্যাংকাউই স্কাই ব্রিজ বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। ২০০৪ সালে সমাপ্ত এ সেতুটি ১২৫ মিটার বাঁকানো কেবল-স্টেয়েড ব্রিজ, যা ৬৬০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে। এই সেতুতে পৌঁছাতে একটি ক্যাবল কার নিতে হবে, যেখানে স্কাইগ্লাইড নামের একটি লিফট পর্যটকদের সেতুতে নিয়ে যায়। ছবি: উইকিপিডিয়া
-
রয়্যাল জর্জ ব্রিজ সেতুটি আরকানসাস নদীর উপর ৯৫৫ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ১৯২৯ সালে নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুলন্ত সেতু। পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক এই ব্রিজ। পার হওয়ার জন্য এই সেতুতে উঠে নিচের দিকে তাকালেই বিপদ। ছবি: উইকিপিডিয়া
-
১৮৮৯ সালে কানাডায় নির্মাণ করা হয় ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ নামের এক সেতু। ৪৬০ ফুট লম্বা ২৩০ ফুট উচ্চতার এ সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে অন্যতম। ছবি: সংগৃহীত