বছরের সেরা ৫ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
২০২৩ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ডে বিজয়ী নির্বাচনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বন্যপ্রাণী ফটোগ্রাফির অনুরাগী এবং প্রকৃতিপ্রেমীদের। তারা ২৫টি নির্বাচিত তালিকা থেকে তাদের পছন্দের চিত্রকে ভোট দিয়ে একটি বিশেষ ছবিকে জয়ী করেছেন।
-
ব্রিটিশ ফটোগ্রাফার নিমা সারিখানি তার ক্যামেরায় বন্দি করেছেন ভেসে চলা সাদা বরফের তুষারশৃঙ্গের উপর ঘুমন্ত এক মেরু ভল্লুককে। আর তার সেই ছবি জিতে নিয়েছে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড’। তবে নিমা সারিখানি ছবি: নিমা সারিখানি/ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার
-
হাসি-খুশি এই কচ্ছপকে ক্যামেরা বন্দি করেছেন সাহি ফিঙ্কেলস্টেইন। ছবি: সাহি ফিঙ্কেলস্টেইন/ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার
-
রোমের শহরতলিতে এই এক ঝাঁক স্টারলিংকে ক্যামেরায় বন্দি করেছেন চিত্রগ্রাহক ড্যানিয়েল ডেনসেস্কু। ঘণ্টার পর ঘণ্টা ধরে এক ঝাঁক স্টারলিংয়ের (এক বিশেষ প্রজাতির পাখি) পিছু করে সফল হয়েছিলেন তিনি। ছবি: ড্যানিয়েল ডেনসেস্কু/ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার
-
আফ্রিকার কেনিয়ার মাসাই মারায় একটি ঘন ঝোপের মধ্যে শাবককে আদর করছে দুই সিংহী। ছবি: মার্ক বয়েড/ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার
-
উত্তর নরওয়ের ট্রমসোর বাইরে একটি খাঁড়িতে শরতের শীতল জলে ঝাঁক বেঁধেছিল এক বিশেষ প্রজাতির জেলিফিস। ছবি: ওউডুন রিকার্ডসেন/ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার