দেশে দেশে বিবাহের নানা রীতি-নীতি
বিশ্বের বিভিন্ন দেশে নতুন বিবাহিত দম্পতিদের জন্য রয়েছে নানান রকমের রীতি। এবার জেনে নিন বিশ্বের কয়েকটি দেশের নতুন দম্পতিদের নিয়ে রীতি সম্পর্কে।
-
আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিয়েতে কনেরা মেহেদি পরে থাকেন। ভারতে মেহেন্দিকে বিয়ের জন্য শুভ লক্ষণ বলা হয়ে থাকে। ছবি: সংগৃহীত
-
অন্যদিকে ইতালিতে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ধরনের ক্যান্ডি উপহার হিসেবে আনেন, মনে করা হয় এই রীতি মানলে নতুন বিবাহিত দম্পতির শরীর সুস্থ থাকে, অর্থের অভাব হয় না। ছবি: সংগৃহীত
-
সুইডেনে বিয়ের সময় কনেরা মার্টেল গাছ নামের এক ধরনের গাছ তাদের ক্রাউনে লাগান যা ভালোবাসার প্রতীক হিসেবে মনে করা হয়। ছবি: সংগৃহীত
-
ভেনিজুয়েলাতে বিয়ের দিন বিবাহিত দম্পতিরা নিজেদের সঙ্গে সময় কাটান, মনে করা হয় এতে তাদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। ছবি: সংগৃহীত
-
নেদারল্যান্ডে ডাচ দম্পতিকে অতিথিরা কাগজের চিরকুটে শুভ কামনা বার্তা দিয়ে থাকে। ছবি: সংগৃহীত
-
ফিলিপিন্স দম্পতিরা এক সঙ্গে মিলে সাদা পায়রা ওড়ান। এটা তাদের শান্তির প্রতীক। ছবি: সংগৃহীত
-
ফ্রান্সে বিয়ের দিন কেক ছোড়াছুড়ি করে আনন্দ উদযাপন করা হয়ে থাকে। ছবি: সংগৃহীত
-
অস্ট্রেলিয়ায় বর ও কনের দুজনেরই বাড়ি থেকে বিভিন্ন ধরনের পাথর একটা বাটিতে রাখা হয়ে থাকে, মনে করা হয় ভালবাসা ও পাশে থাকতে উপহার হিসেবে এই পাথর দেয়া হয়। ছবি: সংগৃহীত