তুরস্কের সেনা অভ্যুত্থানের ছবি
ছবিতে তুরস্কের সেনা অভ্যুত্থান এ নিয়ে সাজানো হয়ে এ অ্যালবাম।
-
তুরস্কে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল বিদ্রোহী সেনা সদস্যরা।
-
তুরস্কের অভ্যুত্থানের প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪৪০ জন।
-
তুরস্কের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই দেশটিতে গণগ্রেফতার চালানো হচ্ছে। এখন পর্যন্ত ২৮৪৯ সেনা সদস্যকে আটক করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
-
অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ৫০ সেনা সদস্য আত্মসমর্পণ করেছেন। বর্তমান সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
-
কারফিউ ভেঙে রাস্তায় নেমে সেনাবিরোধী বিক্ষোভ করে অনেক তুর্কি।
-
কারিফিউ ঘোষণা করে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ দেশজুড়ে কারফিউ করেছিল। তবে এই কারফিউ ভেঙে অভ্যুত্থানের চেষ্টাকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তুরস্কের জনগণ।
-
তুরস্কের বড় শহর ইস্তাম্বুলের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাসহ দেশের বিভিন্ন এলাকায় তুর্কিরা জড়ো হয়েছে।
-
অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জনগণকে রাস্তায় নেমে অভ্যুত্থানের চেষ্টাকারী সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানান। এর মাধ্যমে নির্বাচিত সরকারের প্রতি জনগণকে সমর্থনের আহ্বান জানান তিনি।
-
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, কয়েক হাজার তুর্কি ইস্তাম্বুলের ঐতিহাসিক সব স্থাপনার সামনে জড়ো হয়েছেন। ট্রাংকসহ সামরিক যান নিয়ে রাস্তায় অবস্থান করছেন সেনাবাহিনীর একাংশের সদস্যরা।
-
এদিকে রাস্তায় যাওয়া তুর্কিদের বাড়ি ফেরার আহ্বান জানাচ্ছেন সেনারা।