ছবিতে ২০২৪ সালে বিশ্বের সাড়া জাগানো ঘটনা
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিদায় নেবে স্মৃতি বিজড়িত ও ঘটনাবহুল সাল ২০২৪। বছরের শেষ সময়ে এসে দেখে নেওয়া যাক ঘটে যাওয়া আলোচিত ঘটনার কিছু ঝলক। ছবি: এএফপি ও সোশ্যাল মিডিয়া।
-
হামাস এবং ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে।
-
খাবারের আশায় অপেক্ষা করছে ছোট্ট শিশুটি।
-
বছরজুড়ে গাজায় নির্বিচার হামলায় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।
-
নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে আহত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
-
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের আলোচিত নির্বাচনে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।
-
লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।
-
৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সিরিয়ার দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে।
-
বছরজুড়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে দেশটির ২০ শতাংশ দখল করে নিয়েছে মস্কো।
-
দক্ষিণ কোরিয়ায় ২৯ ডিসেম্বর জুজু এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত।