বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি
গত তিন দিনে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, নেপালে বন্যা-ভূমিধস, ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাত, যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেন এবং ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতে সোনার খনিতে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে।
-
বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য সিকিমসহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টিপাত। গত ২৭ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিতে পানি বাড়ছে বিভিন্ন নদীতে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করে তিস্তা। ডুয়ার্স, কালিম্পং, ক্রান্তি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত পর্যন্ত ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা এই নদী। ছবি: সংগৃহীত
-
নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৮ জন। তাদের খোঁজে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। শনিবার দুর্যোগ বিষয়ক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ছবি: এএফপি
-
এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামে প্রায় ৮১ দশমিক ৫ ট্রিলিয়ন ডং (৩৩১ কোটি মার্কিন ডলার) ক্ষয়ক্ষতি হয়েছে। ২৮ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ক্ষয়ক্ষতির এই পরিমাণ আগের অনুমানের প্রায় দ্বিগুণ। ছবি: এএফপি
-
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হেলেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে। ছবি: এএফপি
-
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখনো কয়েক জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ ২৭ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে। প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের একটি প্রত্যন্ত স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। ছবি: এএফপি