প্রতিবন্ধিতা জয় করা আলোচিত ১০ ব্যক্তি
প্রতিবন্ধীতা জয় করা আলোচিত ১০ ব্যক্তি নিয়ে এই অ্যালবাম
-
স্টিফেন হকিং : বিশ্ববিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং। স্নাতকোত্তর পড়ার সময় অসুস্থ হয়ে পড়েন। এখন হাতের আঙুল ছাড়া শরীরের আর কোনও অঙ্গই কাজ করে না। তবু থেমে থাকেননি হকিং।
-
হেলেন কেলার : মাত্র দেড় বছর বয়সে হঠাৎই বাকশক্তি, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি হারান হেলেন কেলার। পরবর্তীকালে লেখিকা এবং সমাজকর্মী হিসেবেও খ্যাতি লাভ করেন তিনি।
-
নিকোলাস জেমস ভুজিকিক : জন্ম থেকেই শরীরের নিচের অংশ এমনভাবেই সংকুচিত জেমসের। বিরল এই রোগের নাম ফোকোমেলিয়া। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ‘মোটিভেশনাল স্পিকার’ জেমস।
-
জন মিলটন : অন্ধ কবি হিসাবে যিনি বিশ্বখ্যাত। রোজই তার চোখের দৃষ্টি একটু একটু করে হারাতে হারাতে ১৬৫৪ সালে পুরোপুরি অন্ধ হয়ে যান মিলটন। অন্ধত্বের মধ্যেই নিজের হাতে যুগান্তকারী কাব্য ‘প্যারাডাইস লস্ট’ বিশ্ব সাহিত্যে আসন করে নেন।
-
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট : ১৯২১ সালে কানাডায় ছুটি কাটানোর সময় পোলিও আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাননি রুজভেল্ট।
-
ক্রিস্টোফার রিভ : হলিউডের প্রাক্তন ‘সুপারম্যান’ খ্যাত পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা তিনি। কিন্তু ‘সুপারম্যান’-এর শুটিংয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে স্পাইনাল কর্ডে আঘাত লাগে, যা তার শরীরকে স্থবির করে দেয়।
-
অরুণিমা সিংহ : তিনি একমাত্র পর্বতারোহী যিনি নকল পা নিয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছিল অরুণিমাকে। ভাঙা পা নিয়ে রেল ট্র্যাকে পড়েছিলেন অরুণিমা।
-
রালফ ব্রাউন : ৬ বছর বয়সে বিরল মাসল রোগে আক্রান্ত হয়েছিলেন আমেরিকার ইন্ডিয়ানার এই বাসিন্দা। এখন ‘ব্রাউন করপোরেশন’ নামে এক সংস্থার মালিক তিনি।
-
স্যাম কাউথ্রোন : ২০০৬ সালে তার গাড়ি সরাসরি একটি ট্রেলারে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় স্যামের হৃদযন্ত্র সাড়ে তিন মিনিটের জন্য স্তব্ধ ডান পায়ে মারাত্মক জখম হয়েছিল। স্যাম এখন মোটিভেশনাল স্পিকার, লেখক, গায়ক এবং গিটার বাদক।
-
সুধা চন্দ্রন : ১৯৮১ সালে এক বাস দুর্ঘটনায় পা কাটা পড়ে ভরতনাট্যম শিল্পী সুধা চন্দ্রনের। তার জীবন নিয়ে ‘নাচে ময়ুরী’ বলে একটি হিন্দি ছবিও তৈরি হয়েছিল।