মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে প্রাণ হারালেন ১২ জন
ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে আকস্মিক ঝড়ের সময় একটি বিশাল বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৬০ জন।
-
জানা গেছে, স্থানীয় সময় সোমবার ৭০ মিটার দীর্ঘ এবং ৫০ মিটার প্রশস্ত একটি বিলবোর্ড বেশ কিছু বাড়ি এবং একটি পেট্রোল স্টেশনের ওপর পড়েছে। ছবি: সংগৃহীত
-
জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনও প্রায় ২০ থেকে ৩০ জন সেখানে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত
-
মুম্বাইয়ে ভারী বৃষ্টি এবং ধূলিঝড়ের আঘাতে বিলবোর্ডটি পড়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং যানচলাচল ব্যাহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
-
বেশ কিছু ফুটেজে দেখা যায়, বিশাল বিলবোর্ডটি ঘাটকোপার শহরের পূর্ব শহরতলিতে একটি ব্যস্ত রাস্তার কাছে ভবনগুলোর ওপর এটি ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত