গাধা কিন্তু বোকা নয়
মানুষের ধারণা, গাধা একটি বোকা প্রাণী। অনেকে বোকা মানুষকেই গাধার সঙ্গে তুলনা করে। তবে অনেকেরই অজানা গাধা বুদ্ধিমান এক প্রাণী।
-
বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী বিশেষজ্ঞ আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদ্যাপন করা হয়। তখন থেকে প্রতিবছর ৮ মে গাধা দিবস উদ্যাপিত হচ্ছে। ছবি: সংগৃহীত
-
গাধা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি সময় পরিশ্রম করতে পারে। তাদের চলার গতি ঘণ্টায় ৩১ মাইল পর্যন্ত হতে পারে। গাধার গড় আয়ু ৫০ থেকে ৫৪ বছরের মধ্যে হয়। ছবি: সংগৃহীত
-
প্রাণিবিজ্ঞানীরা গাধাকে বুদ্ধিমান ও স্মার্ট প্রাণী বলেই মনে করেন। মানুষের কণ্ঠের নির্দেশ বোঝে তারা। পুরনো মনিব ও সঙ্গীসাথীকে ২৫ বছর পরেও চিনতে পারে গাধা। ছবি: সংগৃহীত
-
গাধা একা থাকতে পারেনা। কমপক্ষে একটি ছাগল বা শিশুর সাহচর্য পেলেও সে উৎফুল্ল থাকে। অন্যান্য প্রাণীর সাথে খুব সহজেই চমৎকার মানিয়ে নেয় গাধা। ছবি: সংগৃহীত
-
আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে গাধার পিঠে চড়েই পিরামিড ও ফারাওদের প্রাসাদ তৈরির সরঞ্জাম আসতো। তাই মিশরীয়দের দেওয়াল চিত্রে গাধার উল্লেখযোগ্য ছবি আছে। ছবি: সংগৃহীত
-
পৃথিবীর সবচেয়ে বেশি গাধা আছে চীনে। ব্রিটেনে গাধা আমদানি করতে হলে গাধার পাসপোর্ট প্রয়োজন হয়। ছবি: সংগৃহীত
-
বাইবেলে গাধাকে যিশুখ্রিস্টের বাহক বলা হয়েছে। যীশু জেরুজালেমে ঘোড়ার পিঠে না চড়ে গাধার পিঠে চড়ে প্রবেশ করেছিলেন। ছবি: সংগৃহীত
-
ডেমোক্র্যাটিক পার্টির গাধা প্রতীক অ্যান্ড্রু জ্যাকসনের ১৮২৮ সালের রাষ্ট্রপতি প্রচারে প্রথম ব্যবহার করা হয়। জ্যাকসনের বিরোধীরা তাকে জ্যাকাস বা বড় গাধা বলে অভিহিত করতেন। গালিটি প্রত্যাখ্যান করার পরিবর্তে জ্যাকসন তার প্রচারের পোস্টারে গাধার চিত্র অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি কুইন্সি অ্যাডামসকে পরাস্ত করে আমেরিকার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তারপর হতে গাধা ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রতীক। ছবি: সংগৃহীত
-
গাধা প্রতীক নিয়েই জো বাইডেন রেকর্ড ভোটে জিতেছিলেন। ছবি: সংগৃহীত