যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই ঈদের আনন্দ
বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশিরভাগ মুসলিমপ্রধান দেশেই ধুমধামে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। শুধু আনন্দ নেই ফিলিস্তিনিদের মনে।
-
ঈদের দিনেও পেটে ক্ষুধা নিয়ে, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। ছবি: এএফপি
-
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর সহযোগীরা। সেই হামলায় প্রাণ হারান প্রায় ১ হাজার ১০০ মানুষ, জিম্মি করা হয় আরও ২৫০ জনকে। ছবি: এএফপি
-
এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ছবি: এএফপি
-
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা এলাকা। হামলা থামেনি পবিত্র রমজান মাসেও। এমনকি, রোজার শেষ দিনেও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত চার শিশু প্রাণ হারিয়েছে। চাঁদরাতে বিমান হামলা চালিয়ে আরও কয়েক ডজন ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। ছবি: এএফপি
-
দীর্ঘদিন ধরে দখলদারত্বে ভুগে ঈদের আনন্দ অনেক আগেই ম্লান হয়েছে গাজাবাসীর জন্য। কিন্তু এবারের পরিস্থিতি যেন আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। ইসরায়েল ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় ঈদের সময় রীতিমতো দুর্ভিক্ষের মুখে রয়েছে গাজা। ছবি: এএফপি