আজকের আলোচিত ছবি: ২৬ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদেশিদের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি সুর পাল্টেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
জাপানই একমাত্র দেশ যারা রোহিঙ্গা প্রত্যাবাসনে অর্থবহ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ ঢাকায় জাপান দূতাবাসে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এমন বক্তব্য দেন। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে। এ পুতুল নাচ করে লাভ নেই। আজ সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির আন্দোলনে লোকসমাগম দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধানকে বহনকারী প্লেনের ধ্বংসস্তূপ থেকে ব্লাক বক্স (ফ্লাইট রেকোর্ডার) উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ইয়েভগেনি প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন ‘এমব্রেয়ার লিগেসি’ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত