যে কারণে বিয়ে করেননি রতন টাটা
ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা জীবনের ৮৪টি বছর পেরিয়ে জানিয়েছেন নিজের একাকিত্বের কথা। জেনে নিন এ সম্পর্কে তিনি যা বলেছেন।
-
ভারতের টাটা গ্রুপের বৃহৎ সাম্রাজ্য রতন টাটার হাতে। এসব সামলাতে গিয়েই বার্ধক্য পার হয়ে গিয়েছে। পার করে ফেলেছেন গিয়েছেন জীবনের ৮৪টি বসস্ত। এতদিন পর একাকিত্ব নিয়ে কথা বলেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
জানিয়েছেন রতন টাটা, জীবনের প্রতি পদে কারো না কারো সঙ্গ আশা করেন প্রত্যেকেই। তা না পাওয়ার যন্ত্রণা কী, তা একাকিত্বে ভোগেন যারা, তারাই বোঝেন। ছবি: সংগৃহীত
-
প্রবীণ নাগরিকদের একাকিত্ব কাটাতে অভিনব পদক্ষেপ করেছে স্টার্টআপ সংস্থা ‘গুডফেলোজ’। তাতে প্রবীণ নাগরিকদের সঙ্গে নবীনদের বন্ধুত্ব স্থাপনে সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছে তারা। ছবি: সংগৃহীত
-
ওই স্টার্টআপ সংস্থার পাশে দাঁড়িয়েছেন রতন টাটা। তাতে মোটা অর্থসাহায্য করেছেন তিনি। রুপির অংক কত, তা যদিও প্রকাশ করা হয়নি। তবে সংস্থার উদ্বোধনে সম্প্রতি হাজির ছিলেন তিনি। সেখানেই একাকিত্ব নিয়ে মুখ খোলেন। ছবি: সংগৃহীত
-
ওই অনুষ্ঠানে রতন টাটা বলেন, ‘সঙ্গীকে পাশে পাওয়ার আশায় একা দীর্ঘ সময় না কাটিয়ে দিলে একাকীত্ব কী, তা বোঝা যায় না। বয়স বেড়ে যাওয়া নিয়ে সমস্যা নেই। কিন্তু বয়স বাড়লে বোঝা যায় দুনিয়াটা বড্ড কঠিন।’ ছবি: সংগৃহীত
-
টাটা সাম্রাজ্যের মালিক রতন টাটা জীবনে একের পর এক মাইলফলক ছুঁলেও, একা একাই কাটিয়ে দিয়েছেন ৮৪ বছর। একাধিকবার জীবনে সম্পর্ক এলেও, পরিণয়সূত্রে বাঁধা পড়া হয়নি তার। তা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। ছবি: সংগৃহীত
-
একটি সাক্ষাৎকারে রতন টাটাকে বলতে শোনা যায়, ‘চার-চার বার বিবাহবন্ধনে প্রায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু কোনও না কোনও কারণে, কিছু না কিছু আতঙ্ক কাজ করেছে মনে। প্রতিবারই তাই পিছিয়ে এসেছিলাম।’ ছবি: সংগৃহীত
-
আমেরিকার লস অ্যাঞ্জেলসে একবার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল রতন টাটার। বিয়েও করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় ফিরে আসতে হয় তাকে। কিন্তু তার জীবনের সেই নারী ভারতে আসতে পারেননি। পরিবারের আপত্তি থাকায় রতন টাটাকে বিয়ে করেননি বলে জানিয়েছিলেন শিল্পপতি নিজেই। ছবি: সংগৃহীত
-
রতন টাটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী সিমি গরেওয়ালও। রতন টাটাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে সম্পর্কের কথা খোলামেলা করে জানিয়েছেন। সিমির একটি চ্যাট শো-তেও হাজির হন রতন টাটা। ছবি: সংগৃহীত
-
৩০ বছর বয়সী শান্তনু নায়ডু ‘গুডফেলোজ’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা। টাট সংস্থার সমাজসেবা শাখায় দীর্ঘদিন রতন টাটার ম্যানেজার ছিলেন তিনি। ৭০-এর ঊর্ধ্বে বয়স যাদের, নারী-পুরুষ নির্বিশেষে প্রবীণদের বন্ধু পেতে সাহায্য করবে তার সংস্থা, যাতে পছন্দের বন্ধুর সঙ্গে হাঁটতে বের হওয়া, সিনেমা দেখা বা নিখাদ আড্ডা দিতে পারেন তারা। ছবি: সংগৃহীত