ছবিতে বন্ধু দিবসের ইতিহাস
ছবিতে বন্ধু দিবসের ইতিহাস নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বন্ধু দিবসের ইতিহাস থেকে জানা জায়, ১৯২০-র দশকে ‘গ্রিটিংস কার্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন’ বন্ধু দিবসের প্রচার শুরু করে। তবে এটা কার্ড বিক্রির ফন্দি বলে প্রতিরোধ হওয়ায় তা হালে পানি পায়নি।
-
১৯৩৫ সালে মার্কিন কংগ্রেসে বন্ধুত্বকে মর্যাদা জানাতে বন্ধু দিবস পালন করা হবে বলে স্থির হয়। অগাস্ট মাসের প্রথম রবিরাব তা পালন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
-
যদিও এর পিছনে সঠিক কী কারণ ছিল তা জানা না গেলেও মনে করা হয়, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বেরুতে শুধু দেশগুলির মধ্যেই নয়, দুজন মানুষের মধ্যেও মৈত্রী প্রয়োজন। এমন ভাবনা থেকেই এই দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
-
এরপরে ১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়ের বাসিন্দা রামন আর্তেমিও ব্রাচো বন্ধুদের সঙ্গে ডিনার করতে করতে এমন একটি দিন পালনের ভাবনা সামনে আনেন।
-
এই ভাবনা থেকেই তারা তৈরি করেন ‘দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’ নামে একটি সংস্থা যা বন্ধুত্ব ও মৈত্রীকে প্রচার করবে। সেই সময় থেকে ৩০ জুলাই দিনটি প্যারাগুয়েতে বন্ধু দিবস হিসেবে পালন হয়ে আসছে।
-
জাতিসংঘে বহুবার এই নিয়ে চর্চা হওয়ার পর অবশেষে ৩০ জুলাই দিনটিকেই বন্ধু দিবসের জন্য বেছে নেওয়া হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে এই দিনটি পালনের জন্য অনুরোধও জানানো হয়।
-
১৯৯৮ সালে তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনানের স্ত্রী নানে আনান জনপ্রিয় কার্টুন চরিত্র ‘উইনি’-কে ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে’-র দূত হিসাবে চিহ্নিত করেন।
-
জুলাই মাসের ৩০ তারিখ ‘ফ্রেন্ডশিপ ডে’-র কথা বলা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দিনটিকেই ভারত, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলিতে মেনে চলা হয়।