জনরোষে পুড়ছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর শাসকদলীয় এক সংসদ সদস্য (এমপি) মারা গেছেন। আগুন দেওয়া হয়েছে এক মেয়রের বাড়িতে। এছাড়া পদত্যাগ করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। গতকাল সেদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এসব ঘটনা ঘটেছে।
-
বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত
-
ক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত
-
শ্রীলঙ্কার রাজপথে আগুনে পুড়ছে একটি গাড়ি। ছবি: সংগৃহীত
-
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনের বাইরে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের সংঘর্ষ অনেকে আহত হন। ছবি: সংগৃহীত
-
ডেইলি মিরর জানিয়েছে, দেশটির উইলোরাওয়াট এলাকায় মোরাতুয়ার মেয়র সামান লাল ফার্নান্দোর সরকারি বাসভবনে আগুন দিয়েছে একদল সরকারবিরোধী বিক্ষোভকারী। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
-
নজিরবিহীন অর্থনৈতিক সংকট তীব্র হওয়ায় শ্রীলঙ্কায় বিক্ষোভ আরও জোরালো হয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সরকারি বাসভবনের প্রধান ফটক ভেঙে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী তাকে সেখান থেকে উদ্ধার করে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত