ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের হৃদয়বিদারক ধ্বংসযজ্ঞের ছবি
ফিলিস্তিনের প্রতি ইসরাইলের আগ্রাসী ভূমিকা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। ছবিতে দেখুন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ।
-
ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনের একটি বহুতল ভবন মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। ছবি: সিএনএন
-
দাউদাউ করে জ্বলছে একটি বাড়ি। এভাবেই ফিলিস্তিনিদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে। ছবি: সংগৃহীত
-
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৩ জনের মরদেহ নিয়ে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানাচ্ছেন। ছবি: এএফপি
-
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বসতিতে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবন। ছবি: রয়টার্স
-
গাজার বেসামরিক এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি আর্টিলারি ইউনিট। ছবি: রয়টার্স
-
গাজা শহরে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ছবি: এপি
-
গাজা উপত্যকার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় নিঃশেষ হয়ে যাওয়া একটি ভবনে এক ফিলিস্তিনি যুবক। ছবি: এএফপি
-
ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি বহুতল ভবন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স
-
গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি ভবন। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছেন একজন ফিলিস্তিনি। ছবি: এপি
-
ইসরাইলের হামলায় গত সোমবার থেকে শনিবার সকাল পর্যন্ত ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯২০ জন। এর মধ্যে শুক্রবার (১৪ মে) হামলায় ১১ জন নিহত হয়েছেন। ছবি: সিএনএন
-
ইসরাইলের এসব হামলায় নিহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। ছবি: সিএনএন
-
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি এক বিক্ষোভকারী আহত হয়েছেন। তাকে নিয়ে যাচ্ছেন তার সহযোদ্ধারা। ছবি: সিএনএন